রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:১৮:৫৯

সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট বোর্ডে বিরাট কেলে'ঙ্কারি!

সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট বোর্ডে বিরাট কেলে'ঙ্কারি!

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েই একের পর এক চম'ক জাগানো সিদ্ধান্ত গ্রহণ করে সবাইকে চম'কে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। এবার তিনি যেন মুদ্রার উ'ল্টোপিঠ দেখতে চলেছেন। বিসিসিআইয়ের প্রধান নির্বাচকের পদ থেকে এমএসকে প্রসাদ স'রে দাঁড়ালেও নতুন নির্বাচকদের নাম এখনও জানানো হয়নি। এর মধ্যেই সামনে চলে এসেছে বড় কে'লেঙ্কা'রি! লক্ষ্ম'ণ শিবরামকৃষ্ণণনের নির্বাচক হওয়ার আবেদনের মেইল মু'ছে দেওয়া হয়েছে!

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের সাবেক এই স্পিনার নির্বাচক হওয়ার জন্যই বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন। আবেদনের ডে'ডলাইনের ২ দিন আগেই শিবরামকৃষ্ণণ নিজের বায়োডেটা ই-মেইল করেন। এর মধ্যেই আবেদনকারীদের যা'চাই-বা'ছাই করা হচ্ছিল। সেখান থেকেই চূড়া'ন্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তবে বিসিসিআইয়ের ইমেই ইনবক্সে শিবরামকৃষ্ণের পাঠানো ই-মেইল পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, বিসিসিআই ইতিমধ্যেই ওয়েবসাইটে আবেদনকারীদের নাম জানিয়ে দিয়েছে, তাই শিবরামকৃষ্ণের ই-মেইল আবেদন বাতিল হওয়ার কোনো সম্ভবনা নেই। তার ভাষায়, ‘শিবরামকৃষ্ণণ ২২ জানুয়ারি বিকেল ৪টা ১৬ মিনিটে ই-মেইল পাঠিয়েছিল। আর আবেদনের শেষ সময় ছিল ২৪ জানুয়ারি। আসলে নির্বাচক পদে আবেদন করার জন্য বিশেষ একটি ই-মেইল অ্যাড্রেস নতুন করে তৈরি করা হয়েছিল। ওই মেইলই ২১জন আবেদন করেছিলেন।’

ই-মেইল মু'ছে যাওয়ার পেছনের কারণ সম্পর্কে তিনি রহ'স্যম'য় কোনো কর্মকা'ণ্ডের দিকে ই'ঙ্গি'ত দিয়েছেন, ‘বিশেষ একটি ই-মেইল কীভাবে মু'ছে যেতে পারে? যখন যিনি পাঠাচ্ছেন তিনি সঠিক ই-মেইলেই পাঠাচ্ছেন। কোনো বিশেষ একটি ই-মেইল কীভাবে সদ্য তৈরি হওয়া একটি ই-মেইলের অ্যা'ড্রেসের স্প্যা'ম ফো'ল্ডা'রে যেতে পারে। নতুন তৈরি ই-মেইলে কয়টা স্প্যা'ম মেইল আসে? এটা পরিষ্কার অ'সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এই বিষয়ে পূর্ণ তদ'ন্ত হওয়া প্রয়োজন। শিবরামকৃষ্ণণের সঙ্গে ডে'কে এই বিষয়ে কথা বলা উচিত। দরকার হলে তার সেন্ট ফো'ল্ডা'রের ই-মেইলও খতি'য়ে দেখা হোক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে