রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৯:০৩

পৃথিবীর কোথাও যেন বৃদ্ধাশ্রম না থাকে: সাকিব

পৃথিবীর কোথাও যেন বৃদ্ধাশ্রম না থাকে: সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান কখনো ব্যাট আবার কখনো বল হাতে দলের প্রয়োজনে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। বিশ্বের সেরা এই অলরাউন্ডার প্রতিনিয়তই নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।

সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এটি তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা গুরুত্বপূর্ণ তাঁদের যে ত্যাগ তাঁরা যা করে আমাদের জন্য সেটা অতুলনীয়।’

দেখা যায়, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানেরা তাদের রেখে আসেন বৃদ্ধাশ্রমে। অথচ এই বাবা মাই সন্তানদের জন্য নিজেদের সুখ শান্তি বিসর্জন দেন। তাই সাকিবের চাওয়া পৃথিবীর কোথাও যেন কোনো বৃদ্ধাশ্রম না থাকে।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো বিষয় না শুধু অনুভব করাই সম্ভব। আমি আশা করবো যেন পৃথিবীতেই কোথাও বৃদ্ধাশ্রম না থাকে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে