সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৫৪:০২

অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপ দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স!

অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপ দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স কি অবসর ভেঙে ফিরবেন? অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তবে কোনোকিছুই এখনও নিশ্চিত নয়। দুইয়ে দুইয়ে চার তো মিলতে হবে! বললেই তো আর সঙ্গে সঙ্গে ফিরে আসা যায় না! তবে এ বছরই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

একটি বিশ্বকাপের জন্য যুগের পর যুগ অপেক্ষা করা দক্ষিণ আফ্রিকা এবার চাইছে কোমর বেঁধে নামতে। সেটার জন্য প্রয়োজনে ডি ভিলিয়ার্সকে দলে ফেরাতেও প্রস্তুত প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার জানালেন এমনটাই। ডি ভিলিয়ার্স দলে সুযোগ পাবেন, মোটামুটি সেটি পরিষ্কারই করে দিয়েছেন বাউচার। শুধু কয়েকটি বিষয় মিলে গেলেই হলো।

বাউচারের ভাষায়, 'তাকে (ডি ভিলিয়ার্স) নিয়ে মিডিয়া আর মানুষজন কথা বলছে। তবে আমার তাকে নিয়ে আলাপ আলোচনার কোনো ব্যাপার নেই। আমি তার সঙ্গে কথা বলেছি এবং সম্ভবত আমরা খুব দ্রুতই জানাব তার ব্যাপারে। আমি তো দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই বলছি, বিশ্বকাপে যদি আমাদের যেতেই হয়, তবে সেরা খেলোয়াড়দের নিয়েই যাব।'

বাউচার বলেন, 'যদি এবি ভালো ফর্মে থাকে এবং খেলতে আগ্রহী থাকে। যে সময়টায় আমরা চাইব, সেই সময়টায় যদি খেলার জন্য ফ্রি থাকে; যদি সে মনে করে এই জায়গাটায় সে সেরা, তবে অবশ্যই যাওয়া উচিত। এটা তো আত্মঅহংকার বা অন্য কিছুর ব্যাপার নয়। আপনাকে অবশ্যই সেরা দলটাই পাঠানোর চেষ্টা করতে হবে, যাতে করে টুর্নামেন্টটা জিততে পারেন।'

২০১৮ সালের মার্চে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স। পরে অবশ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচকরা সাড়া দেননি। এরপর জল অনেক দূর গড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এসেছে ব্যা'পক র'দব'দল। সব বিভাগেই নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে সম্পর্কটাও আগের মতো শীতল নয়। ফলে ডি ভিলিয়ার্সের অবসর ভেঙে ফেরার সম্ভাবনা জো'রালোই এখন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে