সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৪৪:৪৭

বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোয় ইমরান খানের অভিনন্দন

বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোয় ইমরান খানের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক :গতকাল (রোববার) রাত ৮টায় কাবাডি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান কাবাডি দল। লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৪৩-৪১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। বিজয়ী দলকে ১ কোটি পাকিস্তানী রুপি ও রার্নাসআপ দলকে ৭৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়েছে।

 চিরশত্রু ভারতকে হারিয়ে খুশি পাকিস্তানের অধিনায়কসহ পুরা দেশ। ম্যাচ শেষে নিজের অভিব্যক্তি প্রকাশ করে কাবাডি দলের অধিনায়ক ইরফান মানা বলেন, ‘এই জয়টি শুধু খেলোয়াড় বা দলের নয়, পুরো দেশের। ভারতকে পরাজিত করার পরে যে বিজয় অর্জিত হয়েছে তার জন্য উত্তেজনা কাজ করছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুটারে লিখেছেন, ‘ভারতকে হারিয়ে কাবাডি বিশ্বকাপ জয়ের জন্য পাকিস্তান কাবাডি দলকে অভিনন্দন’।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেমিফাইনালে মাঠে নামে ভারত ও পাকিস্তান। ভারত মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার এবং পাকিস্তান মুখোমুখি হয় ইরানের। অস্ট্রেলিয়াকে ৪২-৩২ পয়েন্টে হারায় ভারত এবং ইরানকে ৫২-৩০ ব্যবধানে হারায় পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে