মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৭:৩০

ম্যাচ শুরু, জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা

ম্যাচ শুরু, জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : দুদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের আগে ব্যাটিং করবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইচ্ছা পূরণ করকে কোন টস ছাড়াই অতিথিদের আবদার মেনে নেন বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়র। সাভারের বিকেএসপিতে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য তরুণদের নিয়ে গড়া হয়েছে বিসিবি একাদশ। ১৩ সদস্যের স্কোয়াডে একুশ পেরোনো ক্রিকেটার কেবল দুজন। তাদের মধ্যে তুলনামূলক অভিজ্ঞ আল-আমিন জুনিয়রকে করা হয়েছে অধিনায়ক।

যুবাদের অধিনায়ক আকবর আলী ছাড়াও ১৩ সদস্যের দলে রাখা হয়েছে বিশ্বজয়ী একাদশের ইমন, জয়, শরিফুল, শাহাদাত ও তামিমকে। টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের হয়ে খেলা নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ছাড়াও দলে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন, ফারদিন হাসান অনি, সুমন খানরা।

বিকেএসপিতে বিসিবি একাদশের ম্যাচ শুরুর দিন মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। আগামী ২২-২৬ ফেব্রুয়ারি সফরকারীদের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্টটি মিরপুরে। পরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।

বিসিবি একাদশ:
নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন হাসান অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট দল:
সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবাজি, আনিসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডর টেলর, ডোনাল্ট টিরিপানো, চার্লটন টিশুমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে