মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:০৫:৩৮

শাহাদতের জোড়া আ'ঘা'তে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে

 শাহাদতের জোড়া আ'ঘা'তে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : দুদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের আগে ব্যাটিং করবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইচ্ছা পূরণ করকে কোন টস ছাড়াই অতিথিদের আবদার মেনে নেন বিসিবি একাদশ অধিনায়ক আল আমিন জুনিয়র। সাভারের বিকেএসপিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

সর্বশেষ স্কোরঃ
জিম্বাবুয়ে ১৭৭/৫ (মারুমা ১৪*, কার্ল মুম্বা ০ *)

শাহাদতের জোড়া আ'ঘা'ত
৬ ওভার বাদেই ১৩ রান করা রেজিস চাকাবাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন শাহাদাত হোসেন দিপু। ১ বল বাদে টিনোটেন্ডা মুতোম্বোজিকেও এলবিডব্লিউ করে ফেরান শাহাদাত। ১৪৬ রানের মাথাতেই ৪র্থ ও ৫ম উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে।

শরিফুল-শাহাদতের পর পর আ'ঘা'ত
মুজিঙ্গানিয়ামা-আরভিনকে বেশিক্ষণ টিকতে দিলেন না শাহাদত ও শরিফুল। ৪১তম ওভারের পঞ্চম বলে আরভিনকে ব্যক্তিগত ১০ রানে ফেরান শাহাদাত। পরের ওভারেই মুজিঙ্গানিয়ামাকে আকবর আলীর তালুবন্দি করে ব্যক্তিগত ১৭ রানে ফেরান শরিফুল।

ওপেনিং জুটি ভাঙলেন আল আমিন
মধ্যাহ্ন বিরতির পরেই আগেরবার ক্যাচ মিস করা অধিনায়ক আল আমিন জুনিয়রের হাত ধরেই আসলো সাফল্য। ৭৭ বলে ৭ চারে ৪৫ রান করা প্রিন্স মাসভাউরকে আকবর আলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন অধিনায়ক আল আমিন জুনিয়র। এদিকে ১০০ বলে ৮ চারে ৫১ রান করে স্বেচ্ছা অবসরে গেছেন কেভিন কাসুজা।

প্রথম সেশন জিম্বাবুয়ের
ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনটা স্বাগতিক বোলারদের দারুন পরিক্ষা নিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে এবং কেভিন কাসুজা। দলীয় ২৫ রানে শরিফুলের বলে প্রিন্স মাসভাউরে ক্যাচ তুলে দিলেও অধিনায়ক আল আমিন সেই সুযোগ হাতছাড়া করেন।

এরপর আর কোন ভুল করেনি জিম্বাবুয়ের ওপেনাররা। মধ্যহ্নবিরতিতে কোন উইকেট না হারিয়ে ৯৫ রান তুলেছে তারা। পাঁচ বোলারেও কোন উইকেট এনে দিতে পারেনি স্বাগতিকদের।

বিসিবি একাদশ:
নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন হাসান অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট দল:
সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবাজি, আনিসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডর টেলর, ডোনাল্ট টিরিপানো, চার্লটন টিশুমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে