মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৯:১৮

মুমিনুলকে আরো সমর্থন দেয়ার পক্ষে কোচ ডমিঙ্গো

 মুমিনুলকে আরো সমর্থন দেয়ার পক্ষে কোচ ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে দলের ভার পড়েছে মুমিনুল হকের কাঁধে। কিন্তু দলের নেতৃত্ব পেয়ে সফলতা পাননি তিনি। যার কারণে তাঁকে নিয়েও হচ্ছে সমালোচনা।

এমন সময় তার পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। মুমিনুলকে আরো সমর্থন দেয়ার পক্ষে বাংলাদেশ জাতীয় দলের এই কোচ।

ডোমিঙ্গো জানিয়েছেন, তার বিশ্বাস অধিনায়কত্ব এবং ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যে সমন্বয়ের জন্য মুমিনুলকে সময় দেয়া উচিত। মুমিনুল বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। তিনি দ্রুতই ঘুরে দাঁড়াবেন বলে ধারণা ডোমিঙ্গোর।

তিনি বলেন, ‘সম্ভবত বাংলাদেশে মুমিনুলের টেস্ট রেকর্ড সবচেয়ে ভালো। তার আটটি সেঞ্চুরি আছে কিন্তু আমি কিছুটা সময় নিতে চাই তার অধিনায়কত্ব এবং রান করার মধ্যে সমন্বয়ের জন্য। এই সময় সেও জানতে পারবে অধিনায়কত্বের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যক্তিগত পারফরম্যান্স করা যায়। সে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান, আমাদের উচিত তাকে সমর্থন দেয়া।’

সর্বশেষ তিন টেস্টের ছয় ইনিংসে মুমিনুলের রান মাত্র ১১৫। এমন পরিস্থিতিতেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুমিনুলের নেতৃত্বেই ভরসা রেখেছে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে