বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৩৬:২৬

অবসর নিয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌ'ড়ে ইকার ক্যাসিয়াস

অবসর নিয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌ'ড়ে ইকার ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক: পাকাপাকিভাবে এবার গ্লাভসজো'ড়া তু'লে রাখার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াস। ২০১৯ মে পর্তুগিজ ক্লাব পোর্তোর অনুশীলনে হৃ'দরোগে আ'ক্রা'ন্ত হয়েছিলেন জাতীয় দল ও স্পেনের জার্সি গায়ে বিশ্বকাপসহ ২৪টি ট্রফি জেতা এই তারকা গোলর'ক্ষ'ক। 

এরপর সরকারিভাবে অবসরের কথা ঘোষণা না করলেও মাঠে ফে'রার ক্ষেত্রে ক্যাসিয়াসের ছিল নানান শারী'রীক বা'ধা। তাই হৃ'দরো'গ পরবর্তী পর্বে গ্লা'ভস হাতে আর প্রতিযো'গীতামূলক কোনও ম্যাচে মাঠে নামাও হয়নি তার। পোর্তো ক্লাব প্রেসিডেন্ট নুনো পিন্তো দা কোস্তাকে পাকাপাকিভাবে জানিয়ে দিলেন বিশ্বকাপ ও ইউরো জয়ী গোলর'ক্ষ'ক। 

ক্যাসিয়াসের অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে কোস্তা জানিয়েছেন, 'নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করার আগে ক্যাসিয়াস আমার কাছে এসে তার কেরিয়ারে দাঁ'ড়ি টা'নার কথা জানিয়েছে।' উল্লেখ্য যুব দল ও সিনিয়র দলের হয়ে ১৯ বছর ধ'রে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাসিয়াস।

এরপর ২০১৫ স্পেন ছে'ড়ে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে পাড়ি জমান কিংবদন্তি স্প্যানিশ। রিয়ালের জার্সিতে রেকর্ড ৫১০ ম্যাচ খেলার পাশাপাশি পর্তুগালের ক্লাবটির হয়েও ১১৬ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। কিন্তু গত বছরের মাঝামাঝি পোর্তোর অনুশীলনে হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হয়ে অনি'শ্চিত হয়ে পড়ে তার কেরিয়ার।

তবে গ্লাভসজোড়া তু'লে রাখলেও ফুটবল থেকে একেবারেই দূ'রে থাকছেন না ক্যাসিয়াস। বরং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে ল'ড়'বেন ক্যাসিয়াস। ক্যাসিয়াস নিজেই জানিয়েছেন সে কথা। 

প্রসঙ্গত বর্তমানে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন লুইস রুবিয়ালেস। এক বিবৃতিতে রুবিয়ালেসের সঙ্গে যৌথভবাএ কাজের ইচ্ছা প্রকাশ করেছেন ক্যাসিয়াস। জানিয়েছেন ওনার সঙ্গে কাজ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠা করবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে