বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৫১:৫০

৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি করে মাটিতে সিজদাহ করলেন তামিম

 ৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি করে মাটিতে সিজদাহ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক: গতকাল জিম্বাবুয়ের ৭ উইকেটে ২৯১ রানের জবাবে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে বিসিবি একাদশ। কিন্তু শুরুটা ভালো করতে পারলেন না বিসিবি একাদশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই মাত্র ৮৫ রানেই ৫ উইকেট হা'রিয়ে ফেলে বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির পর আল-আমিন ও তাঞ্জিদ হাসানের তামিমের ব্যাটে এ'গিয়ে যাচ্ছে বিসিবি একাদশ।

এদিকে আজ ৬৯ রানে ৫ উইকেট হা'রানোর পর ক্রি'জে আসেন তামিম। আর সেই সাথে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দ্রু'তগতিতে শতক পূর্ণ করেছেন তানজিদ হাসান তামিম। ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রি'জে এসে অনেকটা টি-টোয়েন্টি মেজা'জে সেঞ্চুরি করেন তিনি। ৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি পূর্ন করলেন তানজিদ হাসান তামিম। শুধু তাই নয়, চার মে'রে ১০০ রানের গন্ডি পার করেন তিনি। এরপর মাটিতে লু'টে সিজদাহ করেন তামিম।

শুরুর ধা'ক্কা সা'মাল দিতে স্বভাবসুলভ আ'ক্র'মণা'ত্বক ব্যাটিংকেই বে'ছে নেন তামিম। তাকে যোগ্য স'ঙ্গ দিয়ে দেখেশুনে খেলতে থাকেন আল-আমিনও।এদিকে তামিমের পর জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে দুর্দা'ন্ত এক শতক হা'কালেন অধিনায়ক আল আমিন জুনিয়র৷ ১৪৫ বলে ১৬ চারের সাহায্যে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি।

দিনের শুরুর দিকে জিম্বাবুয়ে লি'ডের স্বপ্ন দেখছিল কিন্তু দিন শেষে তামিমকে নিয়ে দ্বিশতক রানের জুটি গড়ে উ'ল্টো বিসিবিকেই বড় লি'ডের দিকে নিয়ে যাচ্ছেন আল-আমিন৷।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে