শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০৯:০৬

এই প্রথম ইংল্যান্ড দলে একসাথে ৩ মুসলিম ক্রিকেটার

এই প্রথম ইংল্যান্ড দলে একসাথে ৩ মুসলিম ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: এই প্রথম ইংল্যান্ড দলে একসাথে ৩ মুসলিম ক্রিকেটার! ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাসের দেখা মিললো। প্রথমবারের মতো ইংলিশ ক্রিকেটের ইতিহাসে একসঙ্গে তিনজন মুসলিম খেলোয়াড় খেলেছেন। তারা হলেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ। মঈন আলী ও আদিল রশিদ। এর মধ্যে সাকিব মাহমুদের অভিষেক হয়েছে একদিনের ক্রিকেটে।

এই তিন ক্রিকেটারই কাশ্মীরি বংশোদ্ভূ'ত পাকিস্তানি। এর মধ্যে মঈন আলী বার্মিংহামের। আদিল রশিদ ব্রাড'ফোর্ডের। আর সাকিব মাহমুদ জন্মেছেন বার্মিংহামে। তবে তিনি বড় হয়েছেন ল্যাঙ্কাশায়ারের রোচডেলেতে। তিনি পাকিস্তানি অভিবাসী পিতামাতার ঔর'সে জন্মেছেন।

গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই ম্যাচে দুই উইকেটে জয় পায় ইংল্যান্ড। এর ফলে ম্যাচে ১-১ সমতা ফিরেছে। আর দলের জয়ে ওই তিন মুসলিম খেলোয়াড়ের বড় ভূমিকা ছিল।

প্রোটিয়ারা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোর করে ৭ উইকেটে ২৫৬ রান। ইংল্যান্ডের পক্ষে বোলিং শুরু করেন পেসার সাকিব মাহমুদ। ৫ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি একটি উইকেট শি'কার করেন। সাকিবের প্রথম একদিনের ক্রিকেটে প্রথম শি'কারে পরিণত হন দক্ষিণ আফ্রিকার রেজা হ্যান্ড্রিকস।

বিশ্বকাপ জয় করলো অনূর্ধ্ব-১৯ দল (যুবদল)। বিশ্বকাপ তো জয় শেষ। এরপর কি হবে এই ক্রিকেটারদের? এ নিয়ে নানা কথা-বা'র্তা এখন থেকেই। বিসিবি কর্মকর্তারাও নানাভাবে ঘু'রিয়ে-ফি'রিয়ে গত দু-তিন দিন এ নিয়ে নানা কথা বলছিলেন। সবার কথাই ইতিবাচক। সবারই বক্তব্য, এই দলটাকে পরিচর্যা করতে হবে। সুন্দর পরিকল্পনা থাকতে হবে।

তাদের এখনই এমনি এমনি ছে'ড়ে দেয়া যাবে না। ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে, দেশের ক্রিকেটের স্বা'র্থেই এদের পরিচ'র্যা করতে হবে। বিসিবি সভাপতিও বিশ্বকাপ জয়ের পরদিন মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথার প্রতিধ্ব'নি তু'লেছিলেন। জানিয়েছিলেন, তারা এ নিয়ে চিন্তা-ভাবনা করছেন। কার্যকর পরিকল্প'নাও প্রণয়ন করার কথা বললেন।

কি সেই পরিক'ল্পনা? অবশেষে আজ মিরপুরে সে ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বজয়ী ক্রিকেটাররা যেন হা'রিয়ে না যায়, সে জন্য তাদের নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বিশ্ববিজয়ী বীরদের বরণ করে নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছেন পাপন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে