শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২২:৫৪

কথা দিলাম, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হবেই ইনশাআল্লাহ : মুমিনুল

 কথা দিলাম, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হবেই ইনশাআল্লাহ : মুমিনুল

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে সাদা পোশাকে সেঞ্চুরি যেন বাংলাদেশ জাতীয় দলের জন্য সোনার হরিণ। শেষ পাঁচ টেস্টে একটি সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশি কোন ব্যাটসম্যান। প্রত্যেকটি ম্যাচেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আগামীকাল একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।

নিন্দুকরা বলছেন, জয়খরা ঘুচাতেই ‘বিপদের বন্ধু’ দুর্বল দল জিম্বাবুয়েকে ডেকে আনা। তাদের সঙ্গে তাল মিলিয়েই যেন টাইগার অধিনায়ক মুমিনুল হক বলে দিলেন, এই সিরিজেই টেস্ট সেঞ্চুরির খরা ঘুচতে যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে কেউ না কেউ সেঞ্চুরি করবেই।

আজ শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয় দেখুন খেলোয়াড়দের কখনো কখনো বাজে সময় যায়। দল হিসেবে আমরা হয়তো সেই খারাপ সময়টা পার করছি। আমরা এটা কাটিয়ে ওঠার কাজ করছি। খুব শিগগির, কথা দিচ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের।’

এই সময়ের মধ্যে দেশের মাটিতে আফগানিস্তানোর মতো দলের কাছে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে। মুমিনুল হক আত্মবিশ্বাসী, এবার জিম্বাবুয়ের বিপক্ষে তারা রানখরা কাটিয়ে উঠবেন, ‘আমার কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। সংবাদ সম্মেলনে নিজের কথা বলি না, দলের কথাই বলি। আমাদের দলের কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে