শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০৫:১৮

দলের পরিকল্পনা পাপনকে জানানোর বিষয়ে যা বললেন ডোমিঙ্গো-মুমিনুল

দলের পরিকল্পনা পাপনকে জানানোর বিষয়ে যা বললেন ডোমিঙ্গো-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : 'টস জিতলে কী নেব, একাদশ কী হবে, কে কত নম্বরে নামবে- আগে এ সবকিছু আমার মুখস্ত ছিল। আমার সঙ্গে আগেই কথা হয়ে যেত। সেটি এখন নেই। বরং উল্টো হয়। এখন যদি জিজ্ঞেস করি, টস জিতলে কী নেব, বলে ফিল্ডিং, খেলা শুরুর পর দেখি ব্যাটিং নিয়েছে। কী যে চলছে, আমি কিছু বুঝি না।'

কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ পরিকল্পনা, একাদশ, ব্যাটিং অর্ডার কিংবা টসের সিদ্ধান্ত- সবকিছুই আগে থেকে তাকে জানাতে হবে, এমনটাই ছিলো বোর্ড প্রধানের মন্তব্যের অন্তর্নি'হিত সারমর্ম। তাহলে কি জিম্বাবুয়ের ম্যাচের আগেরদিন অর্থাৎ আজ (শুক্রবার) দলের সব পরিক'ল্পনা জানানো হয়েছে তাকে?

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হলো হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে। খানিক ঘুরিয়ে তিনি উত্তর দেন, 'আমাদের প্রেসিডেন্ট দলের জন্য অনেক নিবেদিত প্রাণ। তিনি সবসময়ই চান দল যেনো ভালো করে। তবে আমি এখনও তার সঙ্গে এই টেস্ট নিয়ে কথা বলিনি। গত সপ্তাহে আমাদের বেশ কিছু ভালো প্র্যাকটিস সেশন হয়েছে। তবে ম্যাচের ব্যাপারে এখনও তার সঙ্গে কথা হয়নি।'

ডোমিঙ্গো আরও যোগ করেন, 'তবে একটি কথা, আমাকে কখনও বলা হয়নি যে দলের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, তা কাউকে জানাতে হবে। কেউ আনুষ্ঠানিকভাবে এটা আমাকে বলেওনি। আমি কারও নজরে নেই যে আমাকে এভাবে বা ওভাবে করতে হবে। যেটা বললাম, প্রেসিডেন্ট চান আমাদের দল যেনো ভালো করে, আমিও তাই চাই। তারা আমাকে কিছু কাজ করার জন্য স্যালারি দিচ্ছে, আমি সেটিই করছি।'

পরে একই প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল হকও দেন কাছাকাছি উত্তর। তিনি বলেন, ''আমি তো এই মন্তব্যটা আসলে শুনিইনি উনার (বোর্ড সভাপতি) কাছ থেকে। আপনার কাছেই শুনলাম, এটা নিয়ে কমেন্ট করা...হয়তো আপনাদের বলছে, আমি তো শুনিনি (হাসি)। তাই এ জিনিস নিয়ে মন্তব্য করা কঠিন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে