রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৪৮:২৯

বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানে হলেন তামিম ইকবাল

বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানে হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানে পরিণত হয়েছে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। শুধু পরিসংখ্যানে নয়, সার্বিক দিক বিবেচনা করেই তামিমকে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে মানেন অনেক বিশেষজ্ঞরা।

এদিকে তিনি সেরা হন বা না হন, দেশের ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গেই জড়িয়ে আছে তার নাম। তেমনিভাবে আরেক প্রথমে নিজের নাম বসালেন তামিম ইকবাল। দেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে পৌঁছালেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলকে।

এখন পর্যন্ত বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানেরই নেই এ কৃতিত্ব। ১৩ হাজারই নয়, বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ১২ হাজার রানই করতে পারেননি এখনও।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৭৫২ রান রয়েছে সাকিব আল হাসানের নামের পাশে। দশ হাজারের বেশি আন্তরজাতিক রান করা বাংলাদেশের অন্য ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহীম, তাঁর সংগ্রহ ১১৫৭৫ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে