সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৫৫:৪৫

১০ চারে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি মুশফিকের, ১২ চারে দুর্দান্ত সেঞ্চুরির মুমিনুলের

১০ চারে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি মুশফিকের, ১২ চারে দুর্দান্ত সেঞ্চুরির মুমিনুলের

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ২২৮ রান সংগ্রহ করতে ৬ উইকেট হারানো জিম্বাবুয়ে গতকাল রবিবার সকালেই হারায় সব উইকেট। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হবার আগেই সব উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে সফরকারী দল।

এদিকে স্বাগতিকদের ইনিংসের শুরুটা নড়বড়ে হলেও দিন শেষ করেছে মুমিনুল-মুশফিকের শক্ত জুটিতে ভর করে। দিন শেষ ৭১ ওভার পর ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৪০ রান। মুমিনুল অপরাজিত থাকেন ৭৪ রানে। মুশফিক অপরাজিত আছেন ৩১ রানে।

আজ সোমবার ৩য় দিনের মাঠে নেমেই ১০ চারে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন মুশফিক। এরপরেই ১২ চারে দুর্দান্ত সেঞ্চুরির তুলে নেন মুমিনুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৪ রান। মুমিনুল ১০৩ ও মুশফিকের ৭০ রানে ব্যাট করছে।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশঃ প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা, এইন্সলে এনডিলোভু ও ভিক্টর নায়াউচি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে