সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৫৮:২০

ডাবল সেঞ্চুরির পথে মুশফিক, বাংলাদেশ এখন পর্যন্ত ৪২৮ রান

 ডাবল সেঞ্চুরির পথে মুশফিক, বাংলাদেশ এখন পর্যন্ত ৪২৮ রান

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের প্রথম দিনে ২২৮ রান সংগ্রহ করতে ৬ উইকেট হারানো জিম্বাবুয়ে গতকাল রবিবার সকালেই হারায় সব উইকেট। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হবার আগেই সব উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে সফরকারী দল।

এদিকে স্বাগতিকদের ইনিংসের শুরুটা নড়বড়ে হলেও দিন শেষ করেছে মুমিনুল-মুশফিকের শক্ত জুটিতে ভর করে। দিন শেষ ৭১ ওভার পর ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৪০ রান। মুমিনুল অপরাজিত থাকেন ৭৪ রানে। মুশফিক অপরাজিত আছেন ৩১ রানে।

এদিকে ৩ উইকেটে ২৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ আজ প্রথম সেশন শেষ করে ৩ উইকেটে ৩৫১ রান নিয়ে৷ এই সেশনে ২৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১১ রান যোগ করেছে বাংলাদেশ।

এই দুই ব্যাটসম্যান এখনও পর্যন্ত যোগ করেন ১৭৯ রান। ৭৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করা মমিনুল আজ প্রথম ঘণ্টার মধ্যেই তুলে নেন নিজের শতক৷ ১১৯ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান তিনি৷ অন্যদিকে মুশফিক ৯৯ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান।

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ১৮ চারে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন মুশফিক। দুইজনে দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ১৪ চারে ১৩২ রান করা মুমিনুল ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন।

এরপর বেশি সময় উইকেটে থাকতে পারেনি মিথুন। ৩ চারে ১৭ রান নিয়ে মাঠ ছাড়েন মিথুন। তবে এক প্রান্ত থেকে খেলে যাওয়া মুশফিক ডাবল সেঞ্চুরির পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান। মুশফিক ২৩ চারে ১৪২ রানে ব্যাট করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে