সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৩০:৩৭

নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে ভারতের শোচনীয় হার

নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে ভারতের শোচনীয় হার

স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথম দিনেই ই'ঙ্গি'ত মিলেছিল। তৃতীয় দিনে দেওয়াল লিখন স্পষ্ট ছিল। সেইমতো নিউজিল্যান্ডের বি'রু'দ্ধে প্রথম টেস্টে শো'চনীয় পরাজয় হল ভারতের। সোমবার ওয়েলিংটনে চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস গু'টিয়ে হয় মাত্র ১৯১ রানে। জয়ের জন্য মাত্র ৯ রান তুলতে হত কিউয়িদের। দু ওভারের মধ্যেই তা করে ম্যাচ জিতে যান কেন উইলিয়ামসনরা। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম হা'রল দুনিয়ার এক নম্বর দল ভারত। অন্যদিকে, নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শততম ম্যাচ জিতে অনন্য ন'জির গড়ল নিউজিল্যান্ড। রবিবার কাজটা শুরু করেছিলেন কিউয়ি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। সোমবার সকালে সেটা শেষ করলেন টিম সাউদি। সোমবার মাত্র ৪৭ রানের মধ্যে শেষ ছয়টি উইকেট হা'রা'ন বিরাটরা। 

সাউদি নেন পাঁচটি উইকেট এবং বোল্ট চারটি। একটি নিয়েছেন গ্র্যান্ডহোমে। একমাত্র ওপানের মায়াঙ্ক আগরওয়াল (৫৮) ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যানই ভদ্রস্থ রান করতে ব্যর্থ। জেতার জন্য ৯ রান হাসতে হাসতে করে দেন কিউয়ি ওপেনাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিজয়রথ মুখ থু'বড়ে পড়ল নিউজিল্যান্ডের মাটিতে।

বরাবরই আইসিসির কোনও টুর্নামেন্টে ভারতের বড় কাঁ'টা নিউজিল্যান্ড। গত বছর বিশ্বকাপেও সেমিফাইনালে ভারতের আশায় জল ঢেলে দেন কেন উইলিয়ামসনরাই। এ বছর টি-টোয়েন্টি সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে ভ'রাডু'বি হয়েছিল টিম ইন্ডিয়ার। তারপর এবার টেস্ট ম্যাচেও কুপো'কা'ত হয়ে গেলেন বিরাট কোহলিরা। বিদেশের মাটিতে, বিশেষ করে নিউজিল্যান্ডে ধারাবাহিকতার অভাবেই ভু'গতে হয় ভারতকে। পরবর্তী ম্যাচগুলিতে ঘুরে দাঁড়ানোর আশায় এখন বুক বাঁধছে টিম ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে