সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০৪:৫৪

মুশফিক বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান!

মুশফিক বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান!

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পাওয়ার দিনে মুশফিক গড়েছেন আরেকটি কীর্তি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব চেয়ে বেশি রানের মালিক এখন মুশফিক। তামিমকে ছাড়িয়ে মাইলফলকটি নিজের করে নিয়েছেন মুশফিক। নিজের কীর্তি, ব্যাটিং স্বত্ত্বা ও সামর্থ্য মিলিয়ে মুশফিক অনন্য। অনেকেই বিশ্বাস করেন মুশফিক বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান। তার মতো ধারাবাহিক ব্যাটসম্যান বাংলাদেশ দলে নেই আর কেউ। কিন্তু মুশফিক নিজেকে দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান মানেন না।

সোমবার ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। সেখানে মুশফিক বলেন, ‘সর্বকালের সেরা বললেন, সেজন্য ধন্যবাদ। আমি কখনো নিজেকে সর্বকালের সেরা মনে করি না। আপনারা অনেক সময়ই বলেছেন আমার টেকনিক, ধৈর্য বা অন্য কিছু সেরা। এটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না আমিই সেরা।’

ব্যাটিংয়ে মুশফিক বাংলাদেশের সব থেকে ধারাবাহিক, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু তামিম ও সাকিবের কিছু শট সব সময় আক্ষেপে পোড়ায় তাকে।

‘আমি আমার ব্যাটিংয়ের রিপ্লে বা হাইলাইটস দেখি তখন নিজের কাছে অতটা ভালো লাগে না। তখন মনে হয় তামিমের মতো ওই ড্রাইভটা যদি করতে পারতাম বা সাকিবের মতো ওই কাট বা অন ড্রাইভ করতে পারতাম….।’

তবে নিজে যা পারেন, সৃষ্টিকর্তা যা দিয়েছে তাতে সন্তুষ্ট মুশফিক, ‘আমাকে আল্লাহ একটা জিনিস দিয়েছে, আমার মাথাটা অন্যজনের থেকে একটু হলেও ভালো। যেটা আমি সব সময় ব্যবহার করার চেষ্টা করি। আমি আমার সীমাবদ্ধতা জানি এবং কখন কি করার চেষ্টা করতে হবে সেটা জানি। সেগুলো থেকে আমি শিখতে পারি এবং সেগুলো করার চেষ্টা করি। এখন পর্যন্ত সেগুলোই করার চেষ্টা করছি এবং যা হয়েছে সবগুলোর কম্বিনেশনের ফল। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে