মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৪১:৩৮

এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মশকরা করলো আইসিসিও

এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মশকরা করলো আইসিসিও

স্পোর্টস ডেস্ক : ''এই দেশে সুচ্চিন তেণ্ডুলকার, বিরাট কোহলির মতো তারকা রয়েছেন। যাদের জন্য আপনারা গলা ফা'টান।'' শচীনের নাম নেওয়ার সময় ভুল উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে শুরু হয় রসি'কতা। 

তবে সাধারণ নেটিজেনই নয়, শচীনের নাম ভুল বলায় ট্রাম্পকে কটা'ক্ষ করেন প্রাক্তন ইংলিশ তারকা কেভিন পিটারসেন। এমনকী আইসিসিও টুইট করে ট্রাম্পকে তী'র বি'দ্ধ করে। সোমবারই প্রথমবার ভারতের মাটিতে পা রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প। দু'দিনের ভারত সফরে তার সঙ্গী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা এবং জারেড কুশনার। 

ভারতে এসে সবরমতী আশ্রম দর্শনের পরই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় হাজির হন তিনি। সেখানে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি-ঐক্যের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার গলায় শোনা যায় বলিউডের জনপ্রিয়তা এবং ভারতের ক্রিকেটপ্রীতির কথাও। সেই সময়ই ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের দুই সেরা তারকা নাম উল্লেখ করেন তিনি। 

শচীন টেণ্ডুলকার না বলে 'সুচ্চিন' উচ্চারণ করেন। যে কারণে নেটদুনিয়ায় হাসির রোল ওঠে। এরপরই মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পিটারসেন। সঙ্গে ব্রিটিশ টিভি সঞ্চালক পিয়ার্স মর্গ্যানের উদ্দেশে লেখেন, ''দয়া করে আপনার বন্ধুকে (ট্রাম্প) বলুন কিংবদন্তিদের নাম নেওয়ার আগে একটু গবেষণা করতে।''

একা কেপি নন, একইভাবে উচ্চারণের জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার (আইসিসি) মশকরার শি'কারও হতে হয় ট্রাম্পকে। ইংরাজিতে 'সচ'-এর যতরকম বানান হয়, তা লেখা হয়েছে। তারপর লেখা 'সুচ'-এর বানান। সেই সঙ্গে একটি সার্চের ভিডিও পোস্ট করে আইসিসি বুঝিয়ে দেয়, এই নামের কেউ নেই। বিষয়টি নিয়ে মশ'করা করতে ছাড়েনি আইসল্যান্ড ক্রিকেট বোর্ডও। 

তাদের টুইট, ''খুব ভাল বলেছেন ট্রাম্প। সু চিন তেন ডুল কা এবং ভি রাত কো লি ভারতের দুই সেরা চাইনিজ ডিশ। ওঁ খাবারের নামগুলি সঠিক জানেন।'' নিউজিল্যান্ড ক্রিকেটার জিমি নিশাম আবার একটু অন্যভাবে ট্রাম্পের সমালো'চনা করলেন। লেখেন, ''যখন একজনকে ঘৃ'ণা করার অনেক ভাল ভাল কারণ আছে, তখন শুধুমাত্র উচ্চারণ ভুল করেন বলে তাকে কেন খারাপ লাগবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে