বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১:১০:৫১

টি-টোয়েন্টি খেলতে এবার ইংল্যান্ড যাবে বাংলাদেশ

টি-টোয়েন্টি খেলতে এবার ইংল্যান্ড যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে ও চার টি-টুয়েন্টির সিরিজ খেলতে আসছে মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশেে। তবে ওয়ানডে নিজেদের মাঠে খেললেও টি-টুয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে আইরিশ দৈনিক বেলফাস্ট টেলিগ্রাফ।

পরে ক্লনটার্ফে টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের কথা থাকলেও পরিচর্যার জন্য আপাতত মাঠটি ব্যবহার থেকে বিরত থাকতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি, পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ থাকায় ক্লনটার্ফের মাঠকে বেশি ব্যবহার করতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডে কোন মাঠে খেলা হবে সেটা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে ভেন্যু দেখে এসেছেন দেশটির বোর্ড পরিচালক রিচার্ড হোল্ডসঅর্থ। অন্তত দুটি ভেন্যুতে টি-টুয়েন্টি সিরিজ খেলা হবে বলে জানাচ্ছে বেলফাস্ট টেলিগ্রাফ।

১৪মে বেলফাস্টের স্টোরমন্টে হবে প্রথম ওয়ানডে। ১৬ ও ১৯মে একই মাঠে খেলে শেষ হবে ওয়ানডে সিরিজ। তার আগে ১১মে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে