শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৪১:০০

মুসলমানদের উ'পর আ'ঘা'ত না করার অ'নুরোধ জানালেন ভারতীয় ক্রিকেটাররা

মুসলমানদের উ'পর আ'ঘা'ত না করার অ'নুরোধ জানালেন ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : ভারতে মুসলিমবিরোধী স’হিং'সতা নতুন কিছু নয়। অনেকদিন ধ'রেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যা'পক সং’ঘ'র্ষ হয়েছে। এর ফলে ইতিমধ্যেই ৩৭ জনের মৃ’ত্যুর খ'বর পাওয়া গিয়েছে। জ'খ'ম হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।

ভ'য়ঙ্ক'র এই প'রিস্থিতি দেখে উ'দ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ওপেনার ওপেনার বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, যুবরাজ সিং ও বর্তমান জাতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে টুইট করে শেবাগ লিখেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দু'র্ভাগ্য'জনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আ'ঘা'ত বা ক্ষ'তি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।’’

যুবরাজ সিং টুইটারে বলেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা হৃ'দয়বি'দারক। সাধারণ মানুষের কাছে অ'নুরো'ধ, আপনারা অবিলম্বে দা'ঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি, প্রশাসন দ্রু'ত কোনও উপায় বের করবে এই প'রিস্থিতি সামলানোর।’

রোহিত শর্মা টুইটারে লিখেন, ‘এমন ঘটনা দিল্লিতে কাম্য নয়। আশা করি দ্রুতই সব নি'রপে'ক্ষ অবস্থানে আসবে।’

এদিকে, সাবেক অফ স্পিনার হরভজন সিং যেন আরও বেশি আ'বেগ'প্রব'ণ হয়ে পড়েন। ঘটনার সময়কার কিছু ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেন, ‘আপনজনেরাই আপনজনদের আ'ঘা'ত করছো? আমি সবাইকে অনুরোধ করি দয়া করে কেউ কা'উকে আ'ঘা'ত করবেন না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে