রবিবার, ১৫ মার্চ, ২০২০, ০৭:২৬:১৭

আইপিএল বাতিল হলে ক্ষতির আশ'ঙ্কা ১০ হাজার কোটি টাকা

আইপিএল বাতিল হলে ক্ষতির আশ'ঙ্কা ১০ হাজার কোটি টাকা

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে পিছিয়ে গিয়েছে আইপিএল। এমনকী টুর্নামেন্ট নাও হতে পারে, সে কথাও শোনা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, সময় কু'লিয়ে উঠতে না পারলে কা'টছাঁ'ট করেই হবে এবারের আইপিএল।

টুর্নামেন্ট না হলে বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজিদের একসঙ্গে মিলিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষ'তি হওয়ার আশ'ঙ্কা রয়েছে। বিসিসিআই অবশ্য ২৯শে মার্চের বদলে আইপিএল পি'ছিয়ে নিয়েছে ১৫ এপ্রিল। তবে তার পরও টুর্নামেন্ট না হলে বড়সড় আর্থিক ক্ষ'তির স'ম্ভাব'না থেকেই যাচ্ছে।

তবে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, ‘মানুষের স্বা'স্থ্য, সুর'ক্ষা সবার আগে। আমরা সকল ফ্র্যাঞ্চইজি মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপ'ত্তা, স্বাস্থ্য সুর'ক্ষা আমাদের মূ'ল ল'ক্ষ্য।’

শাহরুখ বলেন, ‘সরকার যা যা মেনে চলতে বলেছে, আমাদের তা মেনে চলতে হবে। ভাইরাসের এই প্র'কো'প খুব দ্রু'ত কমে যাবে। আইপিএল আয়োজিত হবে। বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজির মালিকরা এই ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করবে। আমরা সবাই মিলে পরি'স্থি'তির দিকে নজ'র রাখব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে