মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ১০:০৩:৫০

বড় রকমের ক্ষতির সম্মুখীন ভারত

বড় রকমের ক্ষতির সম্মুখীন ভারত

স্পোর্টস ডেস্ক: করোনার প্রভাবে ইতোমধ্যে বিশ্বের প্রায় সব বড় বড় স্পোর্টস ইভেন্ট বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পিএসএলের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগেই টুর্নামেন্টটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতের আইপিএল শুরু হওয়ার দিনক্ষণ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে সামনের মাসের ১৫ তারিখে। পরিস্থিতি বুঝে পরবর্তি পদক্ষেপ নিবে বিসিসিআই। তবে করোনার প্রকোপ না কমলে বড় রকমের ক্ষতির সম্মুখীন হবে ভারত। হিসাব বলছে, এই, ক্ষতির অঙ্ক দাঁড়াবে ৩৮৬৯.৫ কোটি বা প্রায় ৩৯০০ কোটি টাকায়।

জানা গিয়েছে, শুধুমাত্র সম্প্রচার সত্ত্বেই লোকসান হবে ৩২৬৯.৫ কোটি টাকা। আর কেন্দ্রীয় ও টাইটেল স্পন্সরশিপের ৮০০ কোটি টাকার ক্ষতি তো আছেই। এক্ষেত্রে অবশ্য টিকিট বিক্রির হিসাবটা ধরাই হয়নি। এই খাতটি হিসাবে আনলে লোকসানের পরিমাণ আরো বাড়বে।

তবে বিসিসিআই চাচ্ছে, টুর্নামেন্টটিকে সংক্ষিপ্ত আকারে আয়োজন করতে। সেক্ষেত্রে প্রচলিত রাউন্ড রবিন পদ্ধতির বদলে গ্রুপভিত্তিকভাবে টুর্নামেন্টটি আয়োজন করা হবে। এমনটা করতে পারলে তারা ক্ষতির পরিমাণ অল্প হলেও কমাতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে