বুধবার, ১৮ মার্চ, ২০২০, ০৫:৩০:২৮

মিরাজ বললেন, 'আগে জীবন, পরে খেলা'

মিরাজ বললেন, 'আগে জীবন, পরে খেলা'

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আপাতত বন্ধ। কবে লিগ শুরু হবে সেটি নিয়ে অনি'শ্চয়তা থাকলেও সার্বিক পরি'স্থিতি বিবেচনায় খেলোয়াড়দের মনে হতা'শা খুব একটা নেই। ক্রিকেটাররা মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার যে সিদ্ধান্তই নেবে, সেটি হবে সকলের মঙ্গলের জন্য।

প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ মাঠে গড়ানোর পর স্থ'গিত করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে স্থ'বির হয়ে যায়নি শের-ই-বাংলা স্টেডিয়াম। একাডেমি মাঠে অনেক খেলোয়াড়ই আসছেন অনুশীলন করতে। বুধবার এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। সংবাদমাধ্যমের মুখো'মুখি হয়ে জাতীয় দল তারকা মনে করিয়ে দিলেন, জীবনের চেয়ে খেলা বড় নয়।

তিনি বলেন, ''সবার আগে কিন্তু জীবন-ম'রণ। এর থেকে তো বড় কিছুই হতে পারে না। সেফটি ফার্স্ট, তারপর সবকিছু। যদি বাঁচতে পারি অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারব। ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশ সরকার আছে, তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই সবার ভালোর জন্যই নেবেন। সবার নিরা'পত্তার কথা চিন্তা করেই তারা সিদ্ধান্ত দেবেন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে