বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ০৯:০৬:০৬

আইপিএলের ইতিহাসে মুস্তাফিজের নাম, কেড়েছেন পুরো ক্রিকেট বিশ্বের নজর

 আইপিএলের ইতিহাসে মুস্তাফিজের নাম, কেড়েছেন পুরো ক্রিকেট বিশ্বের নজর

স্পোর্টস ডেস্ক: সালটা ২০১৬, প্রথমবারের মতো দেশের বাইরে কোন লীগে খেলতে গেছেন মোস্তাফিজ। আইপিএলের ইতিহাসে মুস্তাফিজের নাম আর প্রথমবারের জাদুকরী মোস্তাফিজ কেড়েছেন পুরো ক্রিকেট বিশ্বের নজর। দলকে জিতিয়েছেন শিরোপা আর প্রথম নন ভারতীয় হিসেবে জিতেছেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।

আইপিএল ২০১৬ তে মোস্তাফিজুর রহমান খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আইপিএলের সেই আসরে নিজের দাপট অত্যঅত্যন্ত ভালোভাবেই প্রমাণ করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার৷ নিজের বোলিং দিয়ে অন্য দলের ব্যাটসম্যানদের রীতিমতো ভুগিয়েছেন তিনি৷

সেইবার আইপিএলে খেলা ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। শুধুমাত্র পরিসংখ্যানের এই ছোট তথ্যে বোঝা যাচ্ছে না, ঠিক কতোটা প্রভাব বিস্তার করে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। তার বলে ব্যাটসম্যানদের যে কতোটা সমস্যা হয়েছে, সেটাও লেখা নেই পরিসংখ্যানে।

আইপিএলের সবগুলো আসরের দিকে তাকালে লক্ষ্য করা যায় আইপিএলের সবগুলো আসরে ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটি জিতেছে ভারতীয় খেলোয়াড়রা৷ কেবল একটি মাত্র আসরে ভারতীয় খেলোয়াড়রা এই অ্যাওয়ার্ডটি জিততে পারেনি। সেটি হলো আইপিএলের ৮মতম আসর।

যে বছর মোস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আর সেই বছরই তুলে নেন ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটি। মোস্তাফিজুর রহমানই একমাত্র বিদেশি খেলোয়াড় যিনি আইপিএলে এই অ্যাওয়ার্ডটি জিতে এক অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এখন পর্যন্ত আইপিএলের ১২ আসরে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন যারা…
২০০৮ – শ্রীভাস্ত ঘোসওয়ামি, ২০০৯ – রোহিত শর্মা, ২০১০ – সৌরভ তিওয়ারি, ২০১১ – ইকবাল আব্দুল্লাহ, ২০১২ – মান্দিপ সিং, ২০১৩ – সাঞ্জু স্যামসন, ২০১৪ – আক্সার পাটেল, ২০১৫ – শ্রেয়স আইয়ার, ২০১৬ – মোস্তাফিজুর রহমান, ২০১৭ – বাসিল থাম্পি, ২০১৮ – রিষব পন্ত, ২০১৯ – সুভাম গিল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে