শনিবার, ২১ মার্চ, ২০২০, ০৩:০৯:০৬

করোনাভাইরাস: বড় দুঃসংবাদ ড্যারেন সামির

করোনাভাইরাস: বড় দুঃসংবাদ ড্যারেন সামির

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ড্যারেন স্যামিকে নাগরিকত্ব দিতে চেয়েছিল পাকিস্তান। ২৩ মার্চ পাকিস্তানের রাষ্ট্রপতির কাছ থেকে সেই খেতাব গ্রহণ করার কথা স্যামির। কিন্তু করোনাভাইরাসের কারণে স্যামিকে এখন উল্টো বড় দুঃসংবাদ, ঠাই নিতে হচ্ছে আইসোলেশনে।

পাকিস্তান সুপার লিগ থেমে গেছে হুট করেই। লিগে পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে প্রধান কোচের দায়িত্ব পান স্যামি। পাকিস্তানে পা রেখেই পেয়েছিলেন সম্মানসূচক নাগরিকত্বের জন্য বিবেচিত হওয়ার সুসংবাদ।

তবে শেষমেশ আর খেতাব নিয়ে দেশে ফেরা হল না সেন্ট লুসিয়ার এই ক্রিকেট কিংবদন্তীর। করোনাভাইরাসের কারণে আতঙ্ক নিয়েই ছেড়েছেন পাকিস্তান। দেশে ফিরে যেতে হল হোম আইসোলেশনে। সুস্থ থাকলেও ১৪ দিন ঘরের বাইরে বের হতে পারবেন না স্যামি, এমনকি পরিবারের সদস্যদের থেকেও নিরাপদ দূরত্বে থাকতে হবে।

দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় স্যামি বলেন, ‘সেন্ট লুসিয়ায় পৌঁছলাম। সামাজিক দূরত্ব বজায় রাখছি, বারবার হাত ধৌত করছি, হাত দিয়ে মুখ, চোখ, নাকে স্পর্শ করিনি। প্রিয়জনদের দেখার আগে এবার আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। পাকিস্তানে আসার এক দিন আগে অবশ্য করোনাভাইরাস টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ভাইরাসটি থামাতে যা করা উচিৎ আমাদের তাই করতে হবে। অবশেষে বাড়ি আছি।’

শুধু স্যামিই নন। করোনাভাইরাসের কারণে আইসোলেশনে থাকতে হবে পিএসএল থেকে ফেরা আরেক ক্যারিবীয় তারকা চ্যাডউইক ওয়ালটনকেও। সূত্রঃ বিডিক্রিকটাইম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে