রবিবার, ২২ মার্চ, ২০২০, ১২:৫৮:৩৭

করনা আ'ক্রা'ন্তদের সহায়তা করতে ৩৬ কোটি টাকার বাড়ি বিক্রি করে দিলেন শেন ওয়ার্ন!

 করনা আ'ক্রা'ন্তদের সহায়তা করতে ৩৬ কোটি টাকার বাড়ি বিক্রি করে দিলেন শেন ওয়ার্ন!

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত মানুষদের সহায়তায় ক্রীড়াঙ্গনের অনেকেই সাহায্যের হান বাড়িয়ে দিয়েছেন। এবার তাদের সাথে যুক্ত হলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। মেলবোর্নে অবস্থিত নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে প্রাপ্ত অর্থ দান করবেন কোভিড-১৯ আ'ক্রা'ন্ত দিন মজুরদের চিকিৎসায়। আগামি ৪ এপ্রিল তিনি বাড়িটি নিলামে তুলবেন।

ওয়ার্নের মেলবোর্নের বিলাসবহুল বাড়িটির বর্তমান বাজার মূল্য ৭.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রা ৩৬ কোটি ১৪ লাখ ২৪ হাজার ১৮৭ টাকা ৩৮ পয়সা। বিলাসবহুল বাড়িটিতে রয়েছে ৫০০ বোতল ওয়াইন বিক্রির দোকান, একটি টেস্টিং রুম ও সুসজ্জিত বার। আছে হোম থিয়েটার, সুইমিংপুল ও আউটডোর স্পা। আগে এই বাড়িটির মালিক ছিলেন এসেডন ফুটবল ক্লাবের কিংবদন্তি ম্যাথিউ লয়োড। ২০১৮ সালে তার কাছ থেকে বাড়িটি ৫.৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে কিনে নেন ওয়ার্ন।

 নভেল করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার ছুঁয়েছে এবং সংখ্যাটি বেড়েই চলেছে। অন্যদিকে এখন পর্যন্ত আ'ক্রা'ন্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪০ জন। এই ভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি, ক্রীড়াঙ্গন, ভ্রমণ স্থবির হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয় কেন্দ্র, স্কুল, কলেজ, শপিং মল, মুভি, থিয়েটার, ব্যায়ামাগার ও পাঠাগারসহ প্রায় সবকিছু।

 আর এসব কারণেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন মজুররা। তাদের মধ্যে আবার অনেকে এই ভাইরাসে আক্রান্ত। আর তাই তো এসব দিন মজুরদের পাশে দাঁড়াতেই শেন ওয়ার্নের এমন সিদ্ধান্ত। ওয়ার্ন আশা করছেন নিলামে তিনি বাড়িটি ৬০ থেকে ৭০ কোটি টাকায় বিক্রি করতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে