রবিবার, ২২ মার্চ, ২০২০, ০১:১৪:৪১

রোনালদোর সাথে দেখা করতে চান তামিম ইকবাল

রোনালদোর সাথে দেখা করতে চান তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ৩১তম জন্মদিন তামিম ইকবালের। জন্মদিন উপলক্ষ্যে তামিম একটি টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের মতো সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেইনফো। সেখানে ক্রিকইনফোর ২৫ বছর পূর্তি উপলক্ষে জিজ্ঞেস করা ব্যক্তিগত ২৫ প্রশ্নের জবাব দিয়েছেন তামিম।

একান্ত সাক্ষাৎকারে তামিম ইকবালকে কে জিজ্ঞেস করা হয় সুযোগ পেলে তিন কার সাথে দেখা করতে চান, তামিম বলেন, সুযোগ পেলে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং টেনিসের বিশ্ব তারকা রজার ফেদেরারের সঙ্গে দেখা করতে চাই।

আউট হওয়ার সবচেয়ে বাজে উপায় কোনটি? এমন প্রশ্নের জবাবে দেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহ করা তামিম বলেন, রান আউট। রান আউট হয়ে সাজঘরে ফেরা খুবই কষ্ট কর। যদি একটি অলৌকিক ক্ষমতা পান, তাহলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ওপেনিং পজিশনে ব্যাটিং করে যাওয়া তামিম বলেন, প্রতি বলেই ছক্কা হাঁকাতে চাই।

সবচেয়ে ক্যারিয়ারে সেরা ছক্কা কোনটি? ২০০৭ সালের বিশ্বকাপে জহির খানকে হাঁকানো ছক্কাকেই সেরা বলেছেন তামিম। যে ম্যাচে ভারতকে হারিয়েছিল টাইগাররা। ক্রিকেট থেকে অবসরের পর যে রেকর্ড ধরে রাখতে চাইবেন তিনি? এমন প্রশ্নের জবাবে ক্রিকেটের তিন ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের কথা বলেন তামিম।

আপনাকে নিয়ে যদি সিনেমা বানানো হয়, নিজের চরিত্রে কাকে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল বলেন, সালমান খানকে। ক্রিকেট সম্পর্কে ধারণা নেই এমন কাউকে কীভাবে ক্রিকেট বোঝাবেন?-এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, যদি যুক্তরাষ্ট্রে থাকি তাহলে বেসবলের সঙ্গে তুলনা করে তাদের বোঝানোর চেষ্টা করব।

এছাড়াও অনুশীলনে সবচেয়ে ঘৃণা করা ওয়ার্ম আপ, নিজের ছুটির দিনে পছন্দের জায়গা লন্ডন, এবং নিজের পছন্দের খাবারসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রশ্নের জবাবের মাধ্যমে দেন তামিম। একান্ত সাক্ষাৎকারে তামিম ইকবালকে কে জিজ্ঞেস করা হয় সুযোগ পেলে তিন কার সাথে দেখা করতে চান, তামিম বলেন, সুযোগ পেলে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং টেনিসের বিশ্ব তারকা রজার ফেদেরারের সঙ্গে দেখা করতে চাই।

আউট হওয়ার সবচেয়ে বাজে উপায় কোনটি? এমন প্রশ্নের জবাবে দেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহ করা তামিম বলেন, রান আউট। রান আউট হয়ে সাজঘরে ফেরা খুবই কষ্ট কর। যদি একটি অলৌকিক ক্ষমতা পান, তাহলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ওপেনিং পজিশনে ব্যাটিং করে যাওয়া তামিম বলেন, প্রতি বলেই ছক্কা হাঁকাতে চাই।

সবচেয়ে ক্যারিয়ারে সেরা ছক্কা কোনটি? ২০০৭ সালের বিশ্বকাপে জহির খানকে হাঁকানো ছক্কাকেই সেরা বলেছেন তামিম। যে ম্যাচে ভারতকে হারিয়েছিল টাইগাররা। ক্রিকেট থেকে অবসরের পর যে রেকর্ড ধরে রাখতে চাইবেন তিনি? এমন প্রশ্নের জবাবে ক্রিকেটের তিন ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের কথা বলেন তামিম।

আপনাকে নিয়ে যদি সিনেমা বানানো হয়, নিজের চরিত্রে কাকে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল বলেন, সালমান খানকে। ক্রিকেট সম্পর্কে ধারণা নেই এমন কাউকে কীভাবে ক্রিকেট বোঝাবেন?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, যদি যুক্তরাষ্ট্রে থাকি তাহলে বেসবলের সঙ্গে তুলনা করে তাদের বোঝানোর চেষ্টা করব। এছাড়াও অনুশীলনে সবচেয়ে ঘৃণা করা ওয়ার্ম আপ, নিজের ছুটির দিনে পছন্দের জায়গা লন্ডন, এবং নিজের পছন্দের খাবারসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রশ্নের জবাবের মাধ্যমে দেন তামিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে