রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৩:২২:০৩

‘কেউ মিথ্যা বা গু'জব ছড়াবেন না, গু'জবে কানও দেবেন না, আমরা এ ল'ড়াইয়ে জিতব, ইনশাল্লাহ'

‘কেউ মিথ্যা বা গু'জব ছড়াবেন না, গু'জবে কানও দেবেন না, আমরা এ ল'ড়াইয়ে জিতব, ইনশাল্লাহ'

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অন্য সাধারণ মানুষের মতো করোনা ভাইরাস নিয়ে কিছুটা চিন্তিত তামিম ইকবাল। আর তাই তো সমর্থকদের সাবধান করতে নিজের ফেসবুকে ভি'ডিও বার্তা নিয়ে হাজির হন তিনি। তামিম তার ভি'ডিও বার্তায় বলেন, ‘করোনা ভাইরাস সারাবিশে^ ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্র'তিরো'ধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে। চোখ, মুখ ও নাকে হাত দেয়া যাবে না। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

‘করোনা ভাইরাসের বিরুদ্ধে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা উচিত।’‘প্রবাসী যারা দেশে ফিরেছেন তাদের অনুরোধ করব তারা যেন সব নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন।’

তামিম মনে করেন সবার মিলিত চেষ্টায় করোনা ভাইরাসের সঙ্গে ল'ড়াই করে নিশ্চিত জয় পাওয়া যাবে, ‘কেউ মিথ্যা বা গু'জব ছড়াবেন না, গু'জবে কানও দেবেন না। আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্ব পালন করলে আমরা এ ল'ড়াইয়ে জিতব, ইনশাল্লাহ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে