রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০৯:২০:১২

কঠিন সময় পেরিয়ে শীঘ্রই ভালো সময় আসছে: মাহমুদুল্লাহ রিয়াদ

কঠিন সময় পেরিয়ে শীঘ্রই ভালো সময় আসছে: মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: কার্যত অবরুদ্ধ দেশ। করোনা ভাইরাসের সং'ক্রমণ এড়াতে সবাইকে বাড়িতে অবস্থান করার নিদের্শনা দেয়া হচ্ছে। অনেকে সেটা না মেনে বেরিয়ে পড়ছেন। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বাড়িতে এভাবে সময় কাটাতে গিয়ে অনেকেই হাঁপিয়ে উঠছেন। তাদেরকে বার্তা দিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই কঠিন সময়টা পেরিয়ে ভালো সময় আসবে বলেও আশাবাদী তিনি।

ফেসবুক ভিডিও বার্তায় মাহমুদুল্লাহ বলেন, ‘আশা করছি সবাই বাসায় আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। একটা বিষয় হঠাৎ করে মাথায় আসলো, তাই ভাবলাম এ বার্তাটা আপনাদের দেই।

গতকাল (শুক্রবার) রাতে বিষয়টি মাথায় এসেছিল। হয়তো এভাবে অনেকেই চিন্তা করেছেন। আমরা কয়েকদিন বাসায় বসে আছি। বাসার নিত্যদিনের কাজগুলো করছি। গাছে পানি দিচ্ছি। বই পড়ছি। ব্যায়াম করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। এ সব কাজগুলোর মাঝে যেহেতু আমরা কয়েকদিন বাসায় আছি, আমাদের ভেতরে হয়তো একুট অবসাদ চলে আসতে পারে। একটু বোরিং ফিল হতে পারে। মাথায় আসতে পারে একটু বাসার নিচে যাই। একটু কয়েকজনের সঙ্গে কথা বলি বা বাসার সামনের মোড় থেকে একটু হেঁটে আসি। যদি কারও মাথায় কিংবা মনে এরকম চিন্তাধারা উঁকি দিয়ে থাকে, সেগুলোও যেন আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি। কারণ এ মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ। এটা সময়ের দাবি। এই নিয়মটা যেন আমরা মেনে চলি। এটা যতটুকু আমার জন্য প্রযোজ্য ঠিক আমাদের পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য। আবার অন্যদের এবং তাদের পরিবারের জন্যও প্রযোজ্য। নিজে নিরাপদে থাকি এবং অন্যদের নিরাপদে রাখার চেষ্টা করি। সবকিছু ঠিকমতো করতে পারলে ইনশাআল্লাহ আমরা এ কঠিন সময় পেরিয়ে যাব। ওই ভালো সময় আমাদের থেকে খুব বেশি দূরে নয়, এটা আমি বিশ্বাস করি। সবাই একত্রে দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি।’

‘একটা কথা না বললেই নয়, আমাদের ডাক্তারগণ, আমাদের নার্সরা ও চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্যোগ সময়ে আমরা যেভাবে এগিয়ে এসেছেন ও দেশকে সার্ভিস দিচ্ছেন, মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের এই মহৎ কাজে জন্য অবশ্যই পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ।’

‘সবাই তো জানি যে আমাদের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হই। যদি বের হই তাহলে যেন মাস্ক ব্যবহার করি। সর্দি, কাশির সময় যেন আমরা বাহু ব্যবহার করি। টিস্যু ব্যবহার করতে পারি। এখন সময়ের দাবি বাসায় থাকার। এটা সবার জন্য মঙ্গলজনক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে