সোমবার, ৩০ মার্চ, ২০২০, ০৩:৫২:০৬

সিলিন্ডার বি'স্ফো'রণে আহ'ত হয়ে অল্পের জন্য প্রাণে বা'চলেন লিটন দাসের স্ত্রী

সিলিন্ডার বি'স্ফো'রণে আহ'ত হয়ে অল্পের জন্য প্রাণে বা'চলেন লিটন দাসের স্ত্রী

স্পোর্টস ডেস্ক: করোনা আত'ঙ্কের মধ্যেই দূ'র্ঘট'নার শি'কার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। বাসার সিলিন্ডার বি'স্ফো'রণে আহ'ত হয়ে অল্পের জন্য প্রা'ণে র'ক্ষা পেয়েছেন সঞ্চিতা।

করোনা সং'ক্র'মণ প্রতিহ'তের লক্ষ্যে পু'রোপু'রি বাসাতেই অবস্থান অন্য ক্রিকেটারদের মত লিটনেরও। সঙ্গী তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। গত পরশু (২৭ মার্চ) চা বানাতে গিয়েই দু'র্ঘ'টনা ঘ'টে, অল্পের জন্য ভ'য়ঙ্ক'র বি'পদ থেকে র'ক্ষা পান লিটন পত্নী।

পারিবারিক সূ'ত্রে জানা যায় সি'লি'ন্ডার সং'যো'গে ছি'দ্র থেকে বি'ষ্ফো'রণের সৃ'ষ্টি। এমন ভ'য়াব'হ পরি'স্থি'তিতে মু'খের সামনের অংশ বাঁ'চাতে গিয়ে হাতের কিছু অংশ পু'ড়ে যায়, অন্যদিকে চুলের বেশিরভাগ অংশেও আ'গুন লাগে। বি'ষ্ফো'রণের ফলে রান্নাঘরের কেবিনেটের কিছু অংশও ভে'ঙে পড়ে সঞ্চিতা শরীরের উপর।

শারীরিকভাবে মোটামুটি ভালো চো'টে পড়লেও বড় বি'পদ থেকে বেঁ'চেছেন লিটনের স্ত্রী বলতেই হয়। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার পর আজ (২৯ মার্চ) নিজেও একটি ফেসবুক পোস্টে ঘ'ট'নার উল্লেখ করেন সঞ্চিতা।

মৃ'ত্যুকে খুব কাছ থেকে দেখা সঞ্চিতা লিখেন, ‘আমি আমার অনুভূতি প্র'কাশ করতে পারবোনা। আর সেতা আমার পক্ষে ভালো ও সহজ হবেনা। কারণ মৃ'ত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢা'কলে হয়তো পু'রো মুখই পু'ড়ে যেত। এখন আমার চুলগুলো কা'টতে হবে (পু'ড়ে যাওয়ায়)। এটা খুবই বির'ক্তিকর, কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। যদি মুখে আগুন লেগে যেত জানিনা কি হত। সুতরাং সবাই সা'বধান।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে