বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ১১:৫৩:৪৩

তামিম-সাকিব-মুশফিক যা করতে পারেনি তাই করেছিলেন শাহরিয়ার নাফিস

তামিম-সাকিব-মুশফিক যা করতে পারেনি তাই করেছিলেন শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক : ২০১২ সালে শুরু হওয়া দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বা বিপিএল এখন পর্যন্ত ৭ টি আসর অনুষ্ঠিত হয়েছে। আর এতে তামিম-সাকিব-মুশফিক যা করতে পারেনি তাই করেছিলেন শাহরিয়ার নাফিস। একনজরে দেখে নেওয়া এই সাত আসরে সব মিলিয়ে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরি করেছেন কারা…

শাহরিয়ার নাফিস ১০২* (২৪ জানুয়ারি, ২০১৩)
বিপিএলের পঞ্চম আর বাংলাদেশীদের মধ্যে প্রথম সেঞ্চুরি ইনিংসটি আসে শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে। দ্বিতীয় আসরে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়্যাল বেঙ্গলের এই বাঁহাতি ৬৯ বলে অপরাজিত ১০২ রান করেন। শুধু বিপিএলে নয় বাংলাদেশীদের মধ্যে ২০ ওভারের ম্যাচে তিনিই সর্ব প্রথম সেঞ্চুরি করেন।

মোহাম্মদ আশরাফুল ১০৩*(১১ ফেব্রুয়ারি, ২০১৩)
একই আসরে বিপিএলে ছয় আর বাংলাদেশীদের মধ্যে দুই নম্বর সেঞ্চুরিয়ানের নাম মোহাম্মদ আশরাফুল। ২০১৩ আসরে ম্যাচ ফিক্সিং কেলেংকারিতে নিষিদ্ধ হন তিনি। তবে সেই আসরেই খুলনা রয়্যাল বেঙ্গলের বিপক্ষে মাত্র ৫৮ বলে অপরাজিত ১০৩ রান করে দলকে জয় এনে দেন এই লিটল মাস্টার।

সাব্বির রহমান ১২২ (১৩ নভেম্বর, ২০১৬)
তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন রাজশাহি কিংসের ব্যাটসম্যান সাব্বির রহমান। বরিশাল বুলসের বিপক্ষে ২০০ স্ট্রাইক রেটে মাত্র ৬১ বলে ১২২ রানের অবিশ্বাস্য এই ইনিংস খেলেন তিনি। নয়টি চার ও নয়টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি ব্যর্থ হয়ে যায় শেষদিকের ব্যাটসম্যানদের ভুলে দল হেরে গেলে।

তামিম ইকবাল ১৪১*(৮ ফেব্রুয়ারী, ২০১৯)
চতুর্থ বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ২০১৯ সালে বিপিএলের সেই ফাইনালে কুমিল্লার জার্সিতে ব্যাটিংয়ে নেমে নিজের ফিফটি করতে ৩১ বল খেলেছিলেন তামিম। আসরে নিজের তৃতীয় ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে পরের ৩০ বলেই ৯১ রান করেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

খেলেন ৬১ বলে ১৪০ রানে দারুণ এক ইনিংস। বিধ্বংসী এ ইনিংসে ১০টি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকিয়েছেন তামিম। যা কি-না বিপিএলের এক ইনিংসের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।

১২২ রানের ইনিংস খেলার পথে সাব্বির ছক্কা মেরেছিলেন ৯টি। মাত্র ৫ রানের জন্য ২০১৭ সালের আসরে করা ক্রিস গেইলের ১৪৬ রানকে টপকে যেতে পারেননি বাংলাদেশের এ ড্যাশিং ওপেনার।

নাজমুল হাসান শান্ত ১১৫*(১২ জানুয়ারি, ২০২০)
পঞ্চম বাংলাদেশী হিসেবে বিপিএলে শতক হাকান নাজমুল হাসান শান্ত। বিপিএলের সবশেষ আসরে খুলনা টাইগার্সের জার্সিতে দারুণ এই শতক তুলে নেন শান্ত। এদিন অবশ্য শুরুটা ধীর গতিতেই শুরু করেছিলেন শান্ত। প্রথম ১২ বলে করেছিলেন ১১ রান।

এরপর ধীরে ধীরে খোলস ভাঙতে থাকেন তিনি। ২৭ বলেই ছুঁয়ে ফেলেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৫১ বলে পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থাকেন শান্ত। ৫৬ বলের ইনিংসে চার ও ছক্কা মারেন সমান ৭টি করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে