মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ১০:৩১:১০

করোনা থেকে বাঁচতে জাহানারার ৮টি পরামর্শ

করোনা থেকে বাঁচতে জাহানারার ৮টি পরামর্শ

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস ঘিরে ধ'রেছে পুরো পৃথিবীকে। বাংলাদেশে এখনও ভ'য়াব'হ অবস্থা হয়নি। তবে ধীরে ধীরে পরি'স্থিতি খা'রাপের দিকে যাচ্ছে। করোনার বি'স্তার ঠে'কাতে এ সময় সচেতন থাকা সবচেয়ে বেশি জরুরি। আর সচেতনতার প্রথম কথাই হলো, প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়া। 

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার আগে সেই সচেতনতাই মানার পরামর্শ দিলেন জনগণকে। এক ফেসবুক পোস্টে তিনি শুরুতেই লিখেছেন, ''ঘরে থাকুন। সুস্থ থাকুন।'' তারপর করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ৮টি পরামর্শ দিয়েছেন জাতীয় দলের ডানহাতি এই পেসার। জাহানারার ফেসবুক পোস্টে দেওয়া সেই পরামর্শগুলো হলো: 

বারবার হাত ধোয়া (কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করতে হবে)। নোংরা হাত দিয়ে নাক, চোখ ও মুখমণ্ডল না ধ'রা। কাশির আদবকেতা মেনে চলুন। আক্রান্ত ব্যক্তি হতে দূরে থাকা। প্রয়োজনে ঘরে থাকুন। অভ্যর্থনায় সত'র্কতা (কারও সঙ্গে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন)। সঠিক তথ্য জানুন। গু'জবে কান দেবেন না।

খাবারের ক্ষেত্রে সাবধানতা (কাঁচা মাছ-মাংস আর রান্না করা খাবারের জন্য আলাদা চপিং বোর্ড, ছুরি ব্যবহার করুন। কাঁচা মাছ-মাংস ধ'রার পর ভালো করে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভালো করে সেদ্ধ করে রান্না করা খাবার গ্রহণ করুন। অসুস্থ প্রাণী কোনোমতেই খাওয়া যাবে না)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে