বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ১২:৪০:৫২

মসজিদে যেতে মানা করা হয়নি, প্রতিটি ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে: ইরফান পাঠান

মসজিদে যেতে মানা করা হয়নি, প্রতিটি ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে: ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের সং'ক্রমণ রো'ধে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশের মসজিদগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতজু'ড়ে লকডাউন চলছে।এমন অবস্থায় দেশটিতে বসবাসরত মুসুল্লিদের মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

করোনার প্রকো'পে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।ক্যারিয়ারে ২৯ টেস্টে ১০০ উইকেট, ১২০ ওয়ানডেতে ১৭৩ উইকেট ও ২৪ টি-টোয়েন্টি খেলে ২৮ উইকেট রয়েছে এই পেস অলরাউন্ডারের। তিন ফরম্যাট মিলিয়ে ২ হাজার ৮২১ রানও রয়েছে তার নামের পাশে।

নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ইরফান। সবাইকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন তিনি।সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, ‘মসজিদে যেতে মা'না করা হয়নি এটা না ভেবে, ভাবুন প্রতিটা ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতো আমাদের ঘরও গুনাহগার হয়েছে। আসুন নিজেদের ঘর পরিষ্কার রেখে ঘরেই নামাজ আদায় করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে