বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১১:২৫:৪৫

কিনে নিয়েছেন সাতক্ষীরার এক ব্যবসায়ী, অভিনন্দন বার্তা আসলো ফিফা থেকে

কিনে নিয়েছেন সাতক্ষীরার এক ব্যবসায়ী, অভিনন্দন বার্তা আসলো ফিফা থেকে

স্পোর্টস ডেস্ক: করোনা মোকা'বিলায় এক যো'দ্ধার নাম রেফারি তৈয়ব হাসান। অসহায় মানুষের সাহায্য করতে নিলামে তুলেছেন সাফের ফাইনালে রেফারি হিসেবে তার ব্যবহার করা জার্সি। সেই তৈয়ব হাসানের ভূমিকার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

২০১৩ সালে সাফ ফুটবলের ফাইনালে ব্যবহৃত জার্সিটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। সেটি কিনে নিয়েছেন সাতক্ষীরার এক ব্যবসায়ী। এমন অবদানের কথা জানতে পেরে রেফারি তৈয়বকে এক চিঠিতে অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো, ‘করোনাভাইরাসে চলমান স'ঙ্কট মো'কাবিলায় আপনি ২০১৩ সালের সাফ ফাইনালের জার্সি নিলামে তুলেছেন। আপনার এই সিদ্ধান্তের কথা আমি জেনেছি। এমন সুন্দর একটি উদ্যোগের জন্য আপনাকে প্রাণঢালা অভিনন্দন।’

ফিফা সভাপতি রেফারি তৈয়বের কাজের প্রশংসা করে আরও বলেছেন, ‘এই দুঃসময়ে আপনার এই প্রশংসনীয় উদ্যোগ অনেকের দুঃখ দুর্দশা দূর করবে। পাশাপাশি সুদিন ফেরাতে ভূমিকা রাখবে।’ ফিফা সভাপতি এই কাজের জন্য রেফারি তৈয়বকে ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তরের গভীর থেকে ধন্যবাদও জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে