শনিবার, ১৬ মে, ২০২০, ০১:২৩:১৬

এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার তাগিদ থেকেই ব্যাট কিনেছি: আফ্রিদি

এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার তাগিদ থেকেই ব্যাট কিনেছি: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসা কখনোই ভুলবেন না শহিদ আফ্রিদি। সাবেক পাকিস্তানি অধিনায়ক বলছেন, নতুন করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাবের এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার তাগিদ থেকেই তিনি কিনে নিয়েছেন মুশফিকুর রহিমের ব্যাট।

করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি সেই ব্যাট দিয়ে। নিলামে ব্যাটটি ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকা) নিজের ফাউন্ডেশনের মাধ্যমে কিনেছেন আফ্রিদি।

ব্যাটটি কিনে নেওয়ায় মুশফিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশনের প্রতি। ভি'ডিও বার্তায় আফ্রিদি জানিয়েছেন, এই দুঃসময়ে পরস্পরের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।

“মুশফিক, আপনি আপনার মানুষদের জন্য যে কাজ করছেন, এই কাজ সত্যিকারের জীবনের নায়করা করে থাকেন। আমরা খুবই ক'ঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টায় আমাদের সবারই পরস্পরের পাশে থাকা জরুরি। বাংলাদেশ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, যেভাবে আমাকে আপন করে নিয়েছেন আপনারা, তা সবসময়ই মনে থাকবে আমার।”

“আমি পাকিস্তানিদের পক্ষ থেকে আপনার ক্রিকেট ব্যাট কিনে আপনার এই ভ্রমণের সঙ্গী হতে চাই, পুরো পাকিস্তান ও শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। আমাদের দোয়া আপনাদের সঙ্গে থাকবে। আল্লাহ সহায় হলে এই রোগ থেকে আমাদের মুক্তি মিলবে ও আবার মাঠে আমাদের দেখা হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে