সোমবার, ১৮ মে, ২০২০, ০৫:৪০:৪৩

কাশ্মীরের আশা ছেড়ে দাও আফ্রিদি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশই থাকবে : রায়না

কাশ্মীরের আশা ছেড়ে দাও আফ্রিদি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশই থাকবে : রায়না

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ত্রাণ দিতে গিয়ে নতুন ঝামেলা পাকিয়েছেন দেশটির সাবেক অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভাইরাসের চেয়েও ক্ষতিকর উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এরপরেই তাকে একহাত নেন গৌতম গাম্ভীর। 

একাত্তরের মহান মুক্তিযু'দ্ধে পাকিস্তান যে বাংলাদেশ আর ভারতের মিত্রবাহিনীর কাছে গো হা'রা হে'রেছিল সেটা মনে করিয়ে দেন তিনি। গৌতম গাম্ভীরের পর ভারতের আরও ক্রিকেটা তারকারা তী'ব্র সমালোচনা করেছেন আফ্রিদির। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আফ্রিদি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন।

সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিত'র্কিত মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেন, ''বিশ্ব এখন প্রাণঘা'তী ভাইরাসে আক্রা'ন্ত। তবে মোদি মনেপ্রাণে এর চেয়েও বি'পদজনক। মোদি কাশ্মীরে সাত লক্ষ সেনা মোতায়েন করেছেন। যা পাকিস্তানের মোট সেনা সংখ্যার সমান।''

আফ্রিদির এমন মন্তব্যের পর যুবরাজ সিং টুইটারে লিখেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বি'রু'দ্ধে এমন মন্তব্য করা খুবই দুঃখজনক। দেশের এক জন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই মন্তব্য মেনে নেওয়া যায় না।''

ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না আরও তী'ব্র আ'ক্রমণ করেছেন আফ্রিদিকে। তিনি লিখেছেন, 'নিজেকে সবসময় আলোচনায় রাখার জন্য একটা লোক কী না করতে পারে! কিছু করতে চাইলে তোমার ব্যর্থ দেশের জন্য কর। আর কাশ্মীরকে ছেড়ে দাও। কাশ্মীর নিয়ে কথা বলতে যেও না। আমি একজন গর্বিত কাশ্মীরী। কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে। জয় হিন্দ।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে