সোমবার, ১৮ মে, ২০২০, ০৯:২১:১৪

এবছর ঈদ উদযাপন করব না, বরং সেই টাকা দান করব: ক্রিকেটার সরফরাজ

এবছর ঈদ উদযাপন করব না, বরং সেই টাকা দান করব: ক্রিকেটার সরফরাজ

স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান লকডাউনের সময়ে উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করছেন ক্রিকেটার সরফরাজ খান। আইপিএলের এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে আছেন তার ছোট ভাই মুশির ও তার বাবা নওশাদ। পরিযায়ী শ্রমিকেরা তাঁদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন তাদের গাড়ি থামিয়ে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন সরফরাজ।

আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলেন সরফরাজ। অনুর্ধ-১৯ বিশ্বকাপে ভারতকে বিশ্ব দরবারে তুলে ধরেন এই তারকা ব্যাটসম্যান। এই লকডাউনে তিনি গ্রামে আ'টকা পড়েছেন। সরফরাজ আগেই জানিয়েছেন, এবছর তারা ঈদ উদযাপন করবেন না, বরং সেই টাকা দান করবেন। প্রায় ১০০০ মতো খাবারের প্যাকেট বিতরণ করবেন বলে জানান তার বাবা নওশাদ। প্রত্যেকটি প্যাকেটে একটি করে আপেল, কলা, কেক, বিস্কুট ও একটি জলের বোতল থাকছে। 

সরফরাজ বলেন, ‛বাজারে গেলে দেখি, বহু মানুষ রাস্তায় হাঁটছে। তখনই আমরা সিদ্ধান্ত নিই তাদের সাহায্য করতে। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার আইডিয়াটা আমার বাবারই ছিল।’ ২৩ বছর বয়সী সরফরাজ বলছিলেন যে, গ্রামের স্থানীয় কিছু ছেলেও তাকে এবং তার পরিবারকে সহায়তা করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে