মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১১:৩৯:২৮

নম্র ও ভদ্রতা শিখিয়ে আমাদের কাজ সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে যাওয়া: আদিল রশিদ

নম্র ও ভদ্রতা শিখিয়ে আমাদের কাজ সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে যাওয়া: আদিল রশিদ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তারকা ক্রিকেটার আদিল রশিদ বলেছেন, আমরা যারা খেলোয়াড় আছি তাদের সবার জন্যই এই রমজানটি স্পেশাল। কারণ রোজা রেখে খেলাধুলা করা কষ্টের কাজ, এখন খেলা নেই তাই সবাই রোজা রাখতে পারছি, ইবাদত করতে পারছি। আমি গত ১০ থেকে ১৫ বছর প্রতি রমজান মাসে রোজা রেখে খেলাধুলা আর অনুশীলন করেছি। তবে এই রমজানে কোনও অজুহাত নেই। আমরা ৩০টি রোজাই রাখতে পারছি।

আদিল রশিদ আরও বলেন, ২০১৫ সালে যখন আমি এবং মইন আলী ইংল্যান্ড দলে একসাথে এসেছিলান তখন ড্রেসিংরুমে কিছুটা আলাদা পরিবেশ ছিল, খেলোয়াড়রা ইসলাম সম্পর্কে খুব বেশি জানত না। ড্রেসিংরুমটি এখন অনেক ভালো, তারা এখন ইসলাম সম্পর্কে আগ্রহসহকারে জানতে চায়। তারা ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে যা মুসলমান হিসাবে আমাদের পক্ষে ইতিবাচক কারণ আমাদের কাজ ইসলামের দাওয়াত দিয়ে যাওয়া।

ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ১০০টি ওয়ানডে আর ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৪৭ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার আলিদ রশিদ। তিনি আরও বলেন, একজন মুসলিম হিসেবে আমি আমার নিজের নফসকে আটকে রাখার চেষ্টা করি, নিজেকে বলি যতই খ্যাতি পাও না কেন নম্র হয়ে পৃথিবীতে চলতে হবে। ইসলামই আমাকে নম্র ও ভাদ্রতা শিখিয়েছে। সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে