বুধবার, ২০ মে, ২০২০, ০৯:৫৩:১৬

করোনা আবহেই বড় সুখবর, প্রথমবার বাবা হলেন উসেইন বোল্ট

করোনা আবহেই বড় সুখবর, প্রথমবার বাবা হলেন উসেইন বোল্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে করোনার আত'ঙ্ক। ব্যতিক্রম নয় জামাইকাও। তৃতীয় বিশ্বের এই দেশেও নিজের থাবা বসিয়েছে মা'রণ ভাইরাস। যাতে ত্র'স্ত জামাইকাবাসী। এসবের মধ্যেই সুখবর পেলেন সেদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ উসেইন বোল্ট। প্রথমবার বাবা হলেন এই বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার। যা আ'তঙ্কের মধ্যেও হাসি ফোটাল সেদেশের ক্রীড়াপ্রেমীদের মুখে।

বিশ্বের দ্রুততম মানুষ তিনি। পায়ে তার বিদ্যুতের গতি। ৮-৮ বার অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার জামাইকার অ্যাথলিট উসেইন বোল্ট। তবে বাবা হওয়ার স্বাদ পেলেন প্রথমবার। উসেইনের বান্ধবী কাসি বেনেট রবিবারই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে জামাইকার স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। মা-মেয়ে দু-জনেই সুস্থ রয়েছেন। যদিও, সরকারিভাবে বোল্টের তরফে এখনও কিছু জানানো হয়নি।

বোল্টের বাবা হওয়ার খবর নি'শ্চিত করেছেন জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। এক টুইটে তিনি বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টারকে শুভেচ্ছাও জানিয়েছেন। টুইটে জামাইকার প্রধানমন্ত্রী লিখছেন, ''আমাদের স্প্রিন্ট কিংবদন্তি বোল্ট এবং কাসি বেনেটকে তাদের কন্যা সন্তান হওয়ার শুভেচ্ছা।''

উল্লেখ্য, বোল্ট ও বেনেটের সম্পর্ক ৬ বছরের। গত মার্চে উসেইন নিজেই জানিয়েছিলেন, তার বান্ধবী কাসি বেনেট অন্তঃসত্ত্বা। সপ্তাহখানেক আগেও ইনস্টাগ্রামে বান্ধবীর সাথে ছবি পোস্ট করে বলেন, 'বেবি বোল্ট আসছে'। বোল্ট অলিম্পিকে আটটি সোনা জিতেছেন। ১১বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে এখনও বিশ্বরেকর্ডের মালিক তিনি। ২০১৭ সালে স্প্রিন্টিং থেকে অবসর নিয়ে কিছুদিন ফুটবলও খেলেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে