বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ০৭:৩৭:০৭

আশা করি আম্পানের আঘাত থেকে বাংলাদেশের সবাই সুস্থ ও ইতিবাচক আছেন : উইলিয়ামসন

আশা করি আম্পানের আঘাত থেকে বাংলাদেশের সবাই সুস্থ ও ইতিবাচক আছেন : উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে জেঁকে বসেছে করোনা ভাইরাস। এ মহামা'রীর মধ্যে আবার বয়ে গেল সুপার সাইক্লোন 'আম্পান'। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এ খবরটাই নিলেন সবার আগে। তিনি বলেন, আমি মনে করি-বাংলাদেশের মানুষ প্রাণঘা'তী করোনার ক'বল থেকে নিজেদের রক্ষা করতে পারছে। এর মধ্যে সাইক্লোন 'আম্পান' আঘা'তহা'নার কথাও শুনলাম। আশা করি, সবাই সুস্থ ও ইতিবাচক আছেন।'

উপস্থাপনাতেও একের পর এক চমক দিচ্ছেন বাংলাদেশ বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলিয়ামসন। সেখানেই এ সব খোঁ'জ নেন তিনি। কিউই কাপ্তানকে সব সংবাদই দিয়েছেন তামিম। 

টাইগারদের ড্যাশিং বাঁহাতি ওপেনার বলেন, সাইক্লোন ভারতে যতটা আঘা'ত হে'নেছে ততটা ভ'য়াব'হ হয়নি বাংলাদেশে। এ দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। ফলে দীর্ঘদিন লকডাউন থাকলে বিভিন্ন সম'স্যা বাড়বে। তাই ধীরে ধীরে তা শিথিল করার চেষ্টা করছে সরকার। অন্যথায় করোনার চেয়ে প্রকট সম'স্যা হয়ে দাঁড়াতে পারে খিদে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে