শুক্রবার, ২২ মে, ২০২০, ১২:৩০:২৮

সৌরভ গাঙ্গুলিকে আইসিসির প্রধান দেখতে চান গ্রায়েম স্মিথ

সৌরভ গাঙ্গুলিকে আইসিসির প্রধান দেখতে চান গ্রায়েম স্মিথ

স্পোর্টস ডেস্ক : ভারতে সাবেক ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলিকে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসাবে দেখতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। প্রেসিডেন্ট পদে বর্তমানে সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন বলে জানান স্মিথ।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের স্মিথ বলেন, আমরা মনে করি সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেট ব্যক্তিত্ব যদি আইসিসির প্রধান হিসাবে দায়িত্ব পালন করে, তাহলে সেটাই হবে সবচেয়ে সেরা। আধুনিক ক্রিকেটের জন্য বিষয়টি খুবই প্রয়োজন বলে মনে করেন স্মিথ।

তিনি বলেন, 'সৌরভ অন্য যে কারো চেয়ে ক্রিকেটটা খুব ভালো বোঝেন। ওয়ার্ল্ড কাপ খেলেছেন। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি। আমি বিশ্বাস ক্রিকেটের নেতৃত্বে তাকে বসালে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তিনি।' গ্রায়েম স্মিথের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফল এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস।

উল্লেখ্য, চলতি মে মাসেই আইসিসি চেয়ারম্যান হিসাবে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ২৮ মে আইসিসির কার্যনির্বাহীর বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তী চেয়ারম্যান পদে কারা বেশি মনোনীত। এরই মধ্যে সৌরভের নাম প্রস্তাব করে গ্রায়েম স্মিথ বিষয়টির উত্তে'জনা বাড়িয়ে দিলেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে