শুক্রবার, ২২ মে, ২০২০, ১১:৫৪:৪৫

ঈদের আগে বিসিবির এমন উদ্যোগে দারুণ খুশি বাংলাদেশের ১৬শ ক্রিকেটার

 ঈদের আগে বিসিবির এমন উদ্যোগে দারুণ খুশি বাংলাদেশের ১৬শ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে, ঈদুল ফিতরের আগে অস্বচ্ছল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তারই প্রেক্ষিতে প্রিমিয়ার লিগ, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান করল বিসিবি। আর ঈদের আগে বিসিবির এমন উদ্যোগে দারুণ খুশি বাংলাদেশের ১৬শ ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০ হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। করোনাভাইরাসের সং'ক্রমণের পর থেকেই অসচ্ছল ক্রিকেটার ও স্বল্প আয়ের কর্মচারীদের পাশে দাঁড়ায় বিসিবি। শুধু ক্রিকেটই নয়, বিসিবির সহায়তা পেয়েছে  অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরাও।

এর আগে ঢাকাসহ, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ক্রিকেট পরিবার এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০ হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে