শুক্রবার, ২৯ মে, ২০২০, ০৩:৪৭:১৭

করোনা মহামা'রীর মাঝে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে ক্রিকেটে

করোনা মহামা'রীর মাঝে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক : করোনা মহামা'রীর মাঝে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে ক্রিকেটে। খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজল গত বুধবার রাত সাড়ে ৩টায় খুলনায় নিজ বাড়িতে স্ট্রো'ক করে মারা যান। তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। কাজলের মৃ'ত্যুতে তাঁর পরিবারটি অসহায় হয়ে পড়ে। বিষয়টি সোশ্যাল সাইটে তুলে ধরেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সেই পোস্ট দেখে পরিবারটিকে সহায়তা করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিষয়টি সোশ্যাল সাইটে নিশ্চিত করেছেন রুবেল।

রুবেল লিখেছেন, '#আলহামদুলিল্লাহ.....। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ক্রিকেটার কাজলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমন মহৎ কাজে আমাদের সবাইকে উদ্ধুদ্ধ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার উদ্দ্যোগেই মূলত আমাদের করোনাভাইরাসের মাঝে অসহায় দুস্থ গরীব মানুষদের জন্য গঠিত তহবিল থেকে কাজলের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।'

'আপনারা জানেন, শ্বাসক'ষ্টের কারণে আকষ্মি'কভাবে মৃ'ত্যুবরণ করেছেন খুলনার সুপরিচিত ক্রিকেটার কাজল। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে বাগেরহাট থেকে শুরু করে ঢাকা লিগে খেলেছি। কাজলের মৃ'ত্যু নিয়ে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম। তা দেখেই তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন।'

'কাজলের পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের সবার নৈতিক দায়িত্বও বটে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কাজলের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে একমাত্র সে-ই ছিল। তার বাবা নেই। চার বছরের ছোট্ট একটি কন্যা শিশু রয়েছে। বুঝতেই পারছেন, অকালে স্বামীকে হারিয়ে দিশেহারা কাজলের স্ত্রী! তামিম ভাই ফোন দিয়ে আমার কাছে কাজলের পরিবার সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে আজ কাজলের স্ত্রীর কাছে আমি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি। মানসিক ভাবে অনেক শান্তি লাগছে।'

আমার পোস্ট দেখে যেমন একজন তামিম ইকবাল এগিয়ে এসেছেন। ঠিক তেমনি আমার বিশ্বাস পুনরায় আমার এই পোস্ট দেখে, সাবেক ক্রিকেটার, সংগঠক কিংবা ক্লাবের মালিকরাও কাজলের পরিবারের সাহায্যে এগিয়ে আসবেন। আবারও তামিম ভাইয়ের পাশাপাশি এই ফান্ডে আমার জাতীয় দলের সতীর্থ যে সব ক্রিকেটারের আর্থিক অনুদান রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুম কাজলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। #আমিন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে