রবিবার, ৩১ মে, ২০২০, ১০:০৬:৪২

জীবন বা ফুটবল কোনটাই আর আগের মতো করে ফিরবে না: মেসি

জীবন বা ফুটবল কোনটাই আর আগের মতো করে ফিরবে না: মেসি

স্পোর্টস ডেস্ক : করোনা বদলে দিয়েছে পৃথিবী। প্রায় সব দেশই লকডাউন শিথিল করেছে। ফিরতে শুরু করেছে ফুটবলও। ১২ই জুন শুরু হবে স্প্যানিশ লা লিগা। পুরোদমে চলছে অনুশীলন। মাঠে ফিরতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লিওনেল মেসি। মেসি মনে করেন, করোনার আগে যেমন ছিল ফুটবল ও জীবনযাপন; সহসাই তেমন হবে না। 

আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ''ফুটবল আর আগের মতো করে ফিরবে না। শুধু ফুটবল নয় জীবনও স্বাভাবিকভাবে ফিরবে না। করোনা পরবর্তী বিশ্ব কিভাবে চলবে এটা নিয়ে সবাই উৎক'ন্ঠার মধ্যে রয়েছে। করোনার এমন ভ'য়াল রূপ সম্পর্কে কেউই অবহিত ছিল না। হঠাৎই সব কিছু এলোমেলো হয়ে যায়। কারো কারো জন্য সময়টা আরো কঠিন ছিল। অনেকের আত্মীয়-স্বজন মা'রা গেছেন। তাদের শেষ বিদায়ও জানাতে পারেনি।''

করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়াদের জন্য দুঃখপ্রকাশ করে মেসি বলেন, ''আমি মনে করি এই সময়টা সবার জন্য অনেক কঠিন। অনেকেই তাদের কাছের মানুষদের হা'রিয়েছেন। এর চেয়ে খা'রাপ আর কিছু হতে পারে না। এটা খুবই হ'তা'শার আর কষ্টের।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে