মঙ্গলবার, ০২ জুন, ২০২০, ০৪:০২:৩৩

এখন বুঝতে পারছি চোখ বন্ধ করে থাকতে হবে: সাব্বির

এখন বুঝতে পারছি চোখ বন্ধ করে থাকতে হবে: সাব্বির

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে ‘ব্যাডবয়’ উপাধি পাওয়া ক্রিকেটার সাব্বির যতটা না ছিলেন মাঠের আলোচনায় তারচেয়ে বেশি ছিলেন মাঠের বাইরের সমালোচনায়। দেশের ক্রিকেট ভক্তরা তাকে উপাধি দিয়েছে ব্যাডবয়। সম্প্রীতি রাজশাহীতে পরিচ্ছন্ন কর্মীর সাথে বাক বিত'ণ্ডার ঘটনায় আবারো আলোচনায় সাব্বিরের আচরণ! যদিও সাব্বির অস্বীকার করেছেন নিজের দোষের কথা। সেই সাথে তার দাবী, তিনি অন্যায় সহ্য করতে পারেন না বলেই এমন ঘটনার স্বীকার হোন।

দৈনিক মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির বলেন, “এটা ঠিক না যে সাব্বির সব সময় মা'রামা'রি করে। মানুষ পে'টায়, বা ঝগড়া করে। তিন বছর আগে একটা ভুল করেছিলাম। এক দর্শক পি'টিয়েছিলাম বলে আমার বড় শাস্তিও হয়। তবে প্রশ্ন হচ্ছে ঘটনায় কি আমার একারই দোষ ছিল? কেউ যদি আমাকে গালি দেয় আমি কি চুপ থাকতে পারি! এবার যা হয়েছে সেখানেও আমি ইচ্ছা করে জড়াইনি। ক্রিকেটার বলে সবাই আমাকে দোষারোপ করে। আমার দোষ হলো আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারি না। মানুষের ভালো করতে যাই। তবে এখন বুঝতে পারছি চোখ বন্ধ করে থাকতে হবে।”

তবে নিজের ভুলগুলো স্বীকার করছেন সাব্বির। কিন্তু যতটা রটে ঘটনা ততটা সঠিক নয় বলে দাবী করেন তিনি। “ভুলতো অবশ্যই। কিন্তু সেগুলো কি প'রিস্থিতিতে হয়েছে শুধু আমিই জানি। যেমন ধরেন বিপিএলের সময় হোটেলে মেয়ে নিয়ে যা ঘটেছে তার পুরোটা সত্য নয়। আমি রুমে মেয়ে নিয়ে যাইনি। আমার গার্ল ফ্রেন্ড এসেছিল। তাকে নিয়ে লবিতে বসে কথা বলছিলাম। সেটি কি আমি পারি না! তখন চুপ ছিলাম কারণ আমার মনে হয়েছে কথা বললে আরো বাড়বে।”

সাব্বিরের দাবী মানুষ যতটা তাকে খারাপ ভাবে তিনি ততটা খারাপ নন। “আমি বিশ্বাস করি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে সেই নীতিতে। তবে আজ বলছি, আমার এলাকার ৫৫০ জন দরিদ্র পরিবারের পাশে ছিলাম। যতটুকু পেরেছি করেছি। মসজিদে খাবার দিয়েছি, ১৫’শ মানুষকে ইফতার দিয়েছি। এই সব বললাম কারণ শুধু এটা জানাতে, সাব্বির শুধু মা'রমা'রি করে না ভালো কাজ করে। সত্যি কথা বলতে মানুষ আমাকে যতটা খারাপ মনে করে আমি ততোটা নই।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে