মঙ্গলবার, ০২ জুন, ২০২০, ০৬:৪৫:১১

কোহলির পরিশ্রম দেখে নিজেই লজ্জা পেতাম: তামিম

কোহলির পরিশ্রম দেখে নিজেই লজ্জা পেতাম: তামিম

স্পোর্টস ডেস্ক : শুধু ব্যাটিং নয়, ফিটনেসের দিক দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইনজুরি বলে কোনো শব্দ যেন তার ডিকশনারিতে নেই। শরীর ফিট রাখতে একেবারে নিরামিশাষী হয়ে গেছেন। অন্যদিকে বাংলাদেশের সবেচয়ে সফল ব্যাটসম্যানটির নাম তামিম ইকবাল। 

তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজারেরও বেশি আন্তর্জাতিক রানের পাশাপাশি সর্বাধিক সেঞ্চুরির মালিকও তিনি। তবে অনেক পরে তিনি বুঝতে পেরেছিলেন ফিটনেসের গুরুত্ব কতটুকু। সেই উপলব্ধিও হয়েছে কোহলিকে দেখে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকার দেন তামিম।

তামিম বলেছেন, ''বলতে কোনো দ্বিধা নেই যে, আমার মনে হয় এটা সবার জানা উচিৎ, ২-৩ বছর আগেও আমি যখন দেখেছি বিরাট কোহলি জিমে কাজ করছে, রানিং ও ফিটনেসের অন্য কাজ করছে, তখন নিজেই লজ্জা পেতাম। নিজেকে নিয়ে লজ্জায় পড়ে যেতাম আর ভাবতাম এই ছেলেটা সম্ভবত আমারই বয়সী, কতো কাজ করছে ফিটনেস নিয়ে! অনেক ট্রেনিং করছে, সাফল্য পাচ্ছে আর আমি হয়তো তার অর্ধেক কাজও করছি না। তার পর্যায়ে যেতে না পারলেও তার পথ অনুসরণ করতে তো কোনো সম'স্যা নেই। চেষ্টা তো করতে পারি। হয়তো তার ৫০ ভাগ, ৩০-৪০ বা ৬০ ভাগ, যেটাই হোক তার কাছাকাছি তো যেতে পারব।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে