বুধবার, ০৩ জুন, ২০২০, ০৬:২২:৪৯

'পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে ইংল্যান্ডের কাছে ইচ্ছা করে হেরেছে ভারত'

'পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে ইংল্যান্ডের কাছে ইচ্ছা করে হেরেছে ভারত'

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপে ইচ্ছা করেই ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। পাকিস্তানকে সেমিফাইনালের লড়া'ই থেকে ছি'টকে দিতেই এমন চক্রা'ন্ত করেছে টিম ইন্ডিয়া। এমনই বি'স্ফো'রক অভিযো'গ করেন সাবেক পাক অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক। শুধু তাই নয়, এমন অ'পরা'ধের জন্য আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট দলের শা'স্তিও দাবি করেছেন তিনি।

বেন স্টোকসের প্রকাশিত হতে চলা বইয়ের সূত্র ধ'রেই এমন বিত'র্ক উত্থাপিত হয়। স্টোকস নাকি নিজের বইয়ে লিখেছেন ভারত বিশ্বকাপে তাদের বিরু'দ্ধে জেতার জন্য খেলেনি। যদিও ব্রিটিশ অল-রাউন্ডার তা অস্বী'কার করেছেন। তিনি নিজের বইয়ে এমন কিছু লেখেননি বলেই দাবি করেন।

রাজ্জাক অবশ্য ভারতকে খোঁ'চা দেওয়ার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। তিনি বলেন, ''টেলিভিশন উপস্থাপক হিসাবে সেদিন আমাদের সবার ঠিক এই কথাই মনে হয়েছিল। আইসিসির কাছে আমার অনুরোধ, ম্যাচ গ'ড়াপে'টা বা স্পট ফি'ক্সিংয়ের জন্য যেমন শা'স্তির ব্যবস্থা রয়েছে, যদি কোনও দল অন্য দলকে ছি'টকে দিতে ইচ্ছা করে ম্যাচ হারে, তবে তার জন্যও শা'স্তি হওয়া উচিত। পাকিস্তানকে ছি'টকে দিতে যেটা ভারত করেছিল বিশ্বকাপে, তার জন্য ওদের জরি'মানা বা শা'স্তি হওয়া উচিত।''

বিশ্বকাপের ভারত-ইংল্যান্ড ম্যাচ প্রসঙ্গে রাজ্জাক আরও বলেন, ''যারা আগে ক্রিকেট খেলেছে, ম্যাচটি দেখলেই বুঝে যাবে সবকিছু। যখন ভালো কোনও বোলার ধারাবাহিকভাবে লাইন-লেনথে বলা রাখে না, অনায়াসে রান খরচ করে, তখন সেটা দেখলেই বোঝা যায় তারা ইচ্ছা করে এমনটা করছে। ঠিক তেমনি যে ব্যাটসম্যান অনায়াসে ছক্কা মা'রতে পারে, সে যদি ক্রমাগত বল ব্ল'ক করতে থাকে, এবং মাঠে বল রেখে শট নেয়, তখন তা চোখে লাগে। এতে কোনও সন্দে'হ নেই যে, ভারত সেদিন ইচ্ছা করে ম্যাচ হে'রেছিল। শুধু আমার নয়, সবারই তাই মনে হয়েছিল।'' সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে