বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ০৮:২৯:৫২

করোনা যু'দ্ধে সামনে থেকে ল'ড়ে যাওয়া চিকিৎসা কর্মীদের ‘পিপিই’ দিলেন সাকিব

 করোনা যু'দ্ধে সামনে থেকে ল'ড়ে যাওয়া চিকিৎসা কর্মীদের ‘পিপিই’ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে নোভেল করোনাভাইরাসের সঙ্গে ল'ড়ছে বিশ্ব। যেখানে বাংলাদেশও রয়েছে। মর'ণঘা'তী এই ভাইরাসে আক্রা'ন্তের সাথে দিনদিন বাড়ছে মৃ'ত্যুর সংখ্যাও। আর এই ভাইরাস প্র'তিরোধে ফ্রন্ট লাইনে যু'দ্ধ করে যাচ্ছেন চিকিৎসা কর্মীরা। আর তাদের সুরক্ষার জন্যে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) প্রদান করছেন সাকিব।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বাংলাদেশে প'রিস্থিতি ধী'রে ধী'রে অবনতি হচ্ছে। প্রতিদিন গানিতিক হারে বাড়ছে আক্রা'ন্তের সংখ্যা। সেই আক্রা'ন্ত রোগীদের এই মূহুর্তে সামনে থেকে সেবা দিচ্ছেন ডাক্তার, নার্সরা। কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসকও করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আর তাদের সুরক্ষার জন্যে প্রয়োজন মানসম্মত ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম। এবার তাদের সুরক্ষার জন্যে হাত বাড়িয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে এক বার্তায় জানানো হয়, “করোনার এই মহামা'রী মোকাবেলায় পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম)এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে করোনা যু'দ্ধে সামনে থেকে ল'ড়ে যাওয়া ডাক্তারদের জন্য সেই পি.পি.ই বণ্টন করেছে ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে