শুক্রবার, ০৫ জুন, ২০২০, ০৬:১২:৩৪

মাশরাফির যে ব্যাটিং রেকর্ডটি এখনও কেউ ভাঙতে পারেনি!

মাশরাফির যে ব্যাটিং রেকর্ডটি এখনও কেউ ভাঙতে পারেনি!

স্পোর্টস ডেস্ক : দেশের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটা আফসোস আছে। পায়ে ৭ বার অ'স্ত্রপ'চার না হলে বাংলাদেশ হয়তো একজন দু'ধ'র্ষ পেস বোলিং অল-রাউন্ডার পেতে পারত। মাশরাফি হতে পারতেন কপিল দেব কিংবা জ্যাক ক্যালিসের মতো কেউ। 

২০০৭ সালের ১২ মে মিরপুর স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের হা'ড্ডাহা'ড্ডি লড়া'ইয়ের সেই ম্যাচে মাশরাফির একটি রেকর্ড তো বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আজও ভাঙতে পারেননি। সিরিজের বৃষ্টি বি'ঘ্নি'ত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৫ রানের টা'র্গেট দিয়েছিল ভারত। দু'র্দা'ন্ত সেঞ্চুরি হাঁ'কিয়েছিলেন ভারতীয় ওপেনার গৌতম গাম্ভীর। 

জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ৬ উইকেট হা'রিয়ে ধুঁ'কছিল বাংলাদেশ। তারপরই ব্যাট হাতে নামেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের হার একপ্রকার নি'শ্চিতই ছিল। কিন্তু মাশরাফি তো এত সহজে হার মানার পাত্র নন। তাই জ্বলে উঠলেন ব্যাট হাতে। ইনিংসের ৪৭ তম ওভার বল হাতে আসেন দিনেশ মোঙ্গিয়া। প্রান্ত বদল করে ম্যাশকে স্ট্রাইক দেন আব্দুর রাজ্জাক।

পরের পাঁচটি বল মাশরাফি একাই খেলেছেন। গড়েছেন রেকর্ড। দ্বিতীয় বলে মোঙ্গিয়ার মাথার উপর দিয়ে মিড অনে লম্বা ছক্কা। তৃতীয় বলে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। চতুর্থ বলে ওয়াইড লং অন দিয়ে তিন নম্বর ছক্কা। পঞ্চম বলটি আবারও মোঙ্গিয়ার মাথার ওপর দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন মাশরাফি। শেষ বলে সিঙ্গেল নিলে ৫ বলে আসে ২৫ রান। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পাঁচ বলে সর্বোচ্চ রানের রেকর্ড এটাই।

মাশরাফি সেদিন রেকর্ড গড়লেও দলকে জেতাতে পারেননি। পরের ওভারের প্রথম বলেই ম্যাশ আ'উট হয়ে যান। প্যাভিলিয়নের দিকে ফেরার আগে তার নামের পাশে লেখা হয়ে গেছে ২২ বল ৪২ রান। এরপর ৯ উইকেটে ২৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারত জিতে যায় ৪৬ রানে। চিরস্মরণীয় এই ম্যাচের ১৩ বছর পেরিয়ে গেলেও ম্যাশের রেকর্ড অ'ক্ষ'ত আছে। মাশরাফি বেশ কিছুদিন আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন। তবে ক্রিকেট ছাড়েননি। বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি ততদিন খেলে যাবেন, যতদিন তার ভালো লাগে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে