বুধবার, ২৪ জুন, ২০২০, ০৪:৫৮:৫১

করোনা আক্রা'ন্ত ১০ ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনায় আফ্রিদি

করোনা আক্রা'ন্ত ১০ ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনায় আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে পাকিস্তান ক্রিকেট শিবিরে করোনার ব্যা'পক হা'না। সোমবার তিন ক্রিকেটারের পর মঙ্গলবার ৭ জনের শরীরে করোনা পজিটিভ ধ'রা পড়েছে। সোমবার হায়দার আলি, হ্যারিস রাউফ এবং শাদাব খানের পর মঙ্গলবার করোনা পজিটিভ ধ'রা পড়েছে ফকর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজের শরীরে। 

আক্রা'ন্ত আরও এক সাপোর্ট স্টাফ। আক্রা'ন্ত ১০জন ক্রিকেটারের সুস্থতার জন্য প্রার্থনা করলেন দেশটির সাবেক তারকা অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি। যিনি নিজেও করোনা আক্রা'ন্ত হয়ে সেলফ-আইসোলেশনে রয়েছেন। আক্রা'ন্ত ১০জন ক্রিকেটারের সুস্থতা কামনা করে আফ্রিদি টুইটারে লিখেছেন, ''ফকর, ইমরান, কাশিফ, হাফিজ, হাসনাইন, রিজওয়ান, ওয়াহাব এবং মালাংয়ের দ্রু'ত আরো'গ্য কামনা করছি। দয়া করে শরীরের যত্ন নাও। সমস্ত পাকিস্তানি ভাই-বোনের কাছে আবেদন ভাই'রাসটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করো।''

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ১০জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মোট ১১ জনের মধ্যে কারও শরীরেই করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। শোয়েব মালিক, ফিজিও ক্লিফ ডেকন এবং কোচ ওয়াকার ইউনিসের শরীরে করোনা পরীক্ষা এখনও হয়নি বলে জানিয়েছে পিসিবি। আক্রা'ন্ত সকল ক্রিকেটার এবং এক সাপোর্ট স্টাফকে তাদের এবং পরিবারের স্বার্থে হোম-আইসোলেশনের পরামর্শ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পিসিবি। তবে স্কোয়াডের ২৯ জন ক্রিকেটারের মধ্যে ১০ জন ক্রিকেটার মা'রণ ভাইরাসে আক্রা'ন্ত হলেও ইংল্যান্ড সফরের বিষয়ে কোনও রকমভাবে পিছিয়ে আসতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে